Bangla24x7 Desk : ভোটের আগে ‘গুড় বাতাসা’, ‘চড়াম চড়ামে’র মতো শব্দবন্ধ শোনা যেত তাঁর গলায়। সেই দাপুটে অনুব্রতই এখন জড়িয়েছেন আইনি বিপাকে। গরু পাচার মামলায় আসানসোল বিশেষ সংশোধনাগারেই ঠাঁই হয়েছে বীরভূমের ‘বেতাজ বাদশা’র। জেলে থাকলেও আসন্ন পঞ্চায়েত ভোট নিয়ে আশাবাদী অনুব্রত। কখনও চড়াম চড়াম ঢাক, কখনও গুড়-বাতাসার দাওয়াই দিতে শোনা যেত কেষ্ট মণ্ডলকে। আর এবার পঞ্চায়েত নির্বাচন এগিয়ে এলেও বীরভূম কেষ্ট-বিহীন। জেলার রাজনীতিতে এখন বিকল্প নিয়ে জল্পনা চলছে। তবে জেলে থাকলেও, ভোট নিয়ে আত্মবিশ্বাসী অনুব্রত মণ্ডল। সাংবাদিকদের প্রশ্নে মুখে স্পষ্ট জানালেন, ‘ভোট ব্যাপক হবে।’

বৃহস্পতিবার ঘড়ির কাঁটায় তখন সকাল ৬টা ৪৫ মিনিট। আসানসোল বিশেষ সংশোধনাগার থেকে বের করে গাড়িতে তোলা হয় অনুব্রতকে। একটি বাতানুকূল গাড়িতে তোলা হয়। গাড়িতে ওঠার সময় সাংবাদিকদের সঙ্গে দু-চার কথা কথা বলেন অনুব্রত। তাঁকে প্রশ্ন করা হয়, পঞ্চায়েত ভোটে কী হতে চলেছে ? অনুব্রতর জবাব, “ব্যাপক হবে।” শরীর ভাল নেই বলেও জানান অনুব্রত। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে কড়া নিরাপত্তায় আসানসোল থেকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে অনুব্রতকে। তৃণমূল নেতার গাড়ির সামনে এবং পিছনে রয়েছে পুলিশ স্কোয়াড।

বীরভূম জেলার সংগঠন মানেই অনুব্রত মণ্ডল। ভোট এলেই যে তিনি পুর্ণ উদ্যমে ময়দানে নেমে পড়েন, সে কথা সবারই জানা। ভোটের আগে নির্বাচন কমিশনের তরফে তাঁকে গৃহবন্দি করে রাখার ঘটনাও ঘটেছে। কিন্তু এবার ঘাসফুল শিবিরের ভোট প্রস্তুতি শুরু হয়ে গেলেও, বীরভূমের রাজনীতিতে কেষ্ট মণ্ডলের শূন্যস্থান পূরণ করবে কে? সেই প্রশ্নের উত্তর মেলেনি এখনও। দলের তরফে তাঁরে বর্ধমানের তিনটি বিধানসভা কেন্দ্রের দায়িত্ব থেকে সরানো হলেও বীরভূমের দায়িত্ব থেকে সরানো হয়নি এখনও। আর এ দিন অনুব্রতর উত্তরে বোঝা গেল, ভোট নিয়ে এখনও ভাবনা-চিন্তা করছেন তিনি।

সূত্রের খবর, সেপ্টেম্বর মাসেই ওই জেলা নিয়ে বৈঠকে বসবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম সফরে যাবেন বলেও সূত্রের খবর। কেষ্টর অনুপস্থিতিতে জেলার রাজনীতিতে যাতে কোনও প্রভাব না পড়ে, সেদিকেই নজর দিয়েছে তৃণমূল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *