Bangla24x7 Desk : নেতাজির জন্মদিনের প্রাক্কালে ফের বোমা ফাটালেন তাঁর কন্যা অনিতা পাফ। অনিতার দাবি, আজকের দিনে আরএসএস ঘটা করে তাঁর বাবার জন্মদিন পালন করছে শুধু তাঁর রাজনৈতিক উত্তরাধিকারে ভাগ বসাতে। আরএসএসের সঙ্গে নেতাজির আদর্শগত কোনও মিল নেই। বরং রাজনৈতিকভাবে কংগ্রেসের আদর্শের অনেকটা কাছে ছিলেন তিনি।

RSS দেশজুড়ে ২৩ জানুয়ারি মহা সমারোহের সঙ্গে পালন করতে চলেছে। যার মধ্যে কলকাতায় শহিদ মিনার ময়দানে ‘নেতাজি লহ প্রণাম’ কর্মসূচিতে প্রকাশ‌্য সমাবেশ করবেন খোদ সংঘপ্রধান মোহন ভাগবত। সংঘের অবস্থান স্পষ্ট, গান্ধীজীর সঙ্গে দূরত্ব বজায় রাখলেও নেতাজিকে ঘটা করে সম্মান জানানো হবে। সংঘের এই অবস্থানকে স্রেফ রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা বলেই মনে করছেন নেতাজি কন্যা অনিতা বসু পাফ। জার্মানি থেকে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সংঘ শুধুই বাবার রাজনৈতিক ঐতিহ্যের উত্তরাধিকারে ভাগ বসাতে চাইছে।

নেতাজি কন্যা একপ্রকার সংঘকে সরাসরি আক্রমণ করে বলেছেন, নেতাজি যে ধর্মনিরপেক্ষতা এবং সংহতির কথা বলতেন, সেটা আরএসএস বা বিজেপি মেনে চলে না। আমি বাবার এমন কোনও মন্তব্য মনে করতে পারি না যাতে তিনি আরএসএস সম্পর্কে ভাল কিছু বলেছেন। তবে আরএসএস নেতাদের তোপ দেগে অনেক কিছু বলেছেন তিনি। আরএসএসের আদর্শের সঙ্গে তাঁর আদর্শ খাপ খায় না।

নেতাজি কন্যা বলেছেন,”আরএসএস-বিজেপির সঙ্গে বাবার আদর্শের কোনও মিল ছিল না। খুব সহজভাবে বলতে গেলে ওরা ডানপন্থী আর নেতাজি বামপন্থী। অনেক সংগঠনই নেতাজির জন্মদিন পালনে আগ্রহী। কিন্তু তার মানে এই নয় যে সবাই নেতাজির মতাদর্শ মেনে চলে।” অনিতা পাফ সাফ বলে দিচ্ছেন, নেতাজির সঙ্গে বরং কংগ্রেসের আদর্শের অনেক মিল রয়েছে। বিজেপির সঙ্গে একেবারেই মিল নেই। আজকের দিনে নেতাজি যদি বেঁচে থাকতেন, হয়তো আরএসএস বিজেপির নীতির সঙ্গে তিনি একমত হতে পারতেন না। সেটা হলে বিজেপি বা আরএসএস তাঁকে সম্মানও করত না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *