Bangla24x7 Desk : চাকরিপ্রার্থীর হাতে কলকাতা পুলিশের লেডি কনস্টেবলের কামড় বিতর্কের জল গড়াল কলকাতা হাই কোর্টেও। লেডি কনস্টেবল ইভা থাপার বিরুদ্ধে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের। জখম চাকরিপ্রার্থীকে আর্থিক সাহায্য প্রদানের দাবি জানিয়েছেন মামলাকারী।
গত ৯ নভেম্বর ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে চাকরির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন টেট উত্তীর্ণরা। বিক্ষোভ হঠাতে গেলে চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশের হাতাহাতি শুরু হয়। টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করা হয়। প্রিজন ভ্যানের চাকার সামনে শুয়ে পড়েন বিক্ষোভকারীরা। অশান্তির মাঝে বিক্ষোভকারী অরুণিমা পালের দিকে ছুটে আসেন ইভা থাপা নামে এক পুলিশকর্মী। হাতে কামড় বসান ওই মহিলা পুলিশকর্মী। যদিও পুলিশের তরফে পালটা অরুণিমার বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলা হয়েছে। আক্রান্ত-সহ ৩০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়।
আদালতের পর্যবক্ষণ অনুযায়ী জখম চাকরিপ্রার্থী অরুণিমা পালকে আর্থিক সাহায্য দেওয়া প্রয়োজন। এছাড়া আগামী দিনে এমন কাজ থেকে বিরত থাকতে হবে পুলিশকে। বেআইনি জমায়েত সরানোর সময় পুলিশের ঠিক কী ভূমিকা হওয়া উচিত, তা নির্দিষ্ট করতে হবে। রাজ্য মানবাধিকার কমিশনের ভূমিকা কী, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।