Bangla24X7 Desk : Dilip Garh Kharagpur : বিদ্রোহে লাগাম টানতে পদক্ষেপ? দীলিপ গড় খড়গপুর পুরভোটে তারকা বিধায়ক হিরণকে প্রার্থী ঘোষণা বিজেপির। খড়গপুর পুরসভার ৩৩ নং ওয়ার্ড থেকে লড়বেন খড়গপুর সদরের বিধায়ক হিরণ। সোমবার প্রকাশিত পুরভোটের প্রার্থী তালিকায় দেখা গেল নাম। গত ৩ তারিখ বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে খড়গপুর পুরসভার নির্বাচনে প্রচারের জন্য তৈরি চারজনের কমিটির আহ্বায়ক করা হয় খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে।
জনপ্রতিনিধি হিসেবে নিজের এলাকায় কাজ করে গেলেও দলের সঙ্গে দূরত্ব বাড়ছিল টলিউড অভিনেতা তথা খড়গপুর সদরের বিধায়কের। নানা সময়ে দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। বিশেষ করে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে তাঁর দ্বন্দ্বের কথা সকলেরই জানা। শীর্ষ নেতৃত্বের মতে , জয়ী বিধায়ককে দিয়ে পুরসভার দখল নিতে তাঁর সেই ভাবমূর্তি কাজে আসবে। এছাড়া দিলীপ ঘোষের গড়ে হিরণকে নিয়ে আসাও বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
Dilip Garh Kharagpur : দীলিপ গড় খড়গপুরে পুর নির্বাচনে প্রার্থী বিধায়ক হিরণকে প্রার্থী ঘোষণা বিজেপির
Festival Season : উৎসব মরশুমে নিঃশব্দে প্রাণঘাতী হচ্ছে করোনা , দেশে অ্যাকটিভ কেস ৪ হাজার
অনান্য খবর : – জল্পনা কাটিয়ে কংগ্রেসে যোগ দিলেন সুদীপ রায়বর্মণ-আশিস সাহা
জল্পনা কাটিয়ে কংগ্রেসে যোগ দিলেন সুদীপ রায়বর্মণ-আশিস সাহা। গেরুয়া শিবিরের বিধায়ক পদে ইস্তফা দেওয়ার পরেরদিনই কংগ্রেসে যোগ দিলেন ত্রিপুরার সুদীপ রায়বর্মণ ও আশিস সাহা। মঙ্গলবার সকালে দিল্লিতে রাহুল গান্ধীর বাসভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে হাত শিবিরে নাম লেখান দু’জন। তাঁদের উত্তরীয় পরিয়ে স্বাগত জানান রাহুল গান্ধী।
প্রসঙ্গত, কেরিয়ারের শুরুতে হাত শিবিরেরই সদস্য ছিলেন সুদীপ। ত্রিপুরার প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব সালেছেন তিনি। বিদ্রোহী বিজেপি বিধায়করা সম্প্রতিক সময়ে প্রকাশ্যে ত্রিপুরায় বিজেপি সরকারের সমালোচনা করতে শুরু করেছিলেন। এই আবহে এই নেতারা ফের কংগ্রেস ফিরতে পারেন বলে মনে করা হচ্ছে। ২০২৩ ত্রিপুরায় বিধানসভা ভোটের আগে দুই বিধায়কের কংগ্রেসে যোগদান বিজেপির পক্ষে ধাক্কা, মনে করছে রাজ্যের রাজনৈতিক মহলের একাংশ।