Bangla24x7 Desk : CAA’র কথা বলে মতুয়াদের অপমান করছে বিজেপি। মতুয়া গড়ে দাঁড়িয়ে নাগরিকত্ব ইস্যুতে গেরুয়া শিবিরকে কড়া ভাষায় বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অভিযোগ, বিজেপি সিএএ-র নামে মানুষকে বিভ্রান্ত করছে। ভুল বোঝানো হচ্ছে।

রাজ্যের পঞ্চায়েত নির্বাচনকে (Panchayet Election) পাখির চোখ করে এগোচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মতুয়া অধ্যুষিত রানাঘাটের মিলন মন্দিরের ময়দানের জনসভায় এসে তথা বিজেপিকে (BJP) বিধলেন তিনি। এলাকার উন্নয়নের ধারাকে বজায় রাখতে পরিযায়ী পাখিদের ওপর ভরসা না করে ঘরের ছেলেদের শাসন করার কথাই উঠে এসেছে সংসদের গলায়।

প্রসঙ্গত , বিগত দিনগুলিতে অর্থাৎ গত লোকসভা (Loksova Election)ও বিধানসভা নির্বাচনে (Bidhansova Election) নদিয়ার (Nadia) রানাঘাট উত্তর ২৪ পরগনার বনগাঁ সহ মতুয়া অধ্যুষিত এলাকায় একেবারেই ছাপ ফেলতে পারেনি তৃণমূল (TMC) , আর প্রভাব পড়েছিল ভোট বাক্সে। সে কারণেই এবার কৌশলে মতুয়া অধ্যুষিত এলাকা থেকেই রাজ্য পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election) লড়াইয়ের বার্তা দিতে চাইলেন তৃণমূল সাংসদ (TMC MP)।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *