Bangla24x7 Desk : দুর্ঘটনার কবলে দক্ষিণ দিনাজপুরের তপনের বিজেপি বিধায়ক বুধরাই টুডু । দুর্ঘটনায় জখম বিধায়কের গাড়িচালক তাপস কিসকু। গঙ্গারামপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভরতি দু’জনেই। ঠিক কতটা চোট লেগেছে, তা জানতে একাধিক শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী-সহ অন্যান্য নেতাকর্মীরা আহতদের দেখতে হাসপাতালে যান।
তপনের বিজেপি বিধায়ক বুধরাই টুডু দলীয় কর্মসূচিতে যোগ দিতে হরিরামপুরে যাচ্ছিলেন। বংশীহারী ব্লকের ভক্তিপুর বাতাসকুড়ি এলাকায় পথে ঘটল বিপত্তি। ওই এলাকায় একটি ভ্যান রাস্তা পারাপার করছিল। ওই ভ্যানটিকে বাঁচাতে গিয়ে বিধায়কের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। জখম হন বিধায়ক ও তাঁর গাড়িচালক তপন কিসকু। তাঁদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই বর্তমানে ভরতি রয়েছেন দু’জনে।
তিনি জানান, বিধায়কের বুকে চোট লেগেছে। আঘাত পেয়েছেন বিধায়কের গাড়িচালকও। দু’জনেরই সিটি স্ক্যান, এক্স রে-সহ একাধিক শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। রিপোর্ট আসার পরই অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।