Bangla24x7 Desk : কেন্দ্রীয় নেতার অনুষ্ঠান চলাকালীন হলের বাইরে মারামারিতে জড়াল বিজেপি। শনিবার সন্ধেবেলা হো চি মিন সরণিতে আইসিসিআরের সামনে ছড়াল তুমুল অশান্তি। এক ব্যক্তির উপর আক্রমণ, মারামারি চলল বেশ কিছুক্ষণ। ওই ব্যক্তি কে, তার উপর কেন বিজেপি কর্মীদের এত ক্ষোভ – তা অস্পষ্ট। তবে বিজেপি কর্মীদের মুখে শোনা গেল টাকা চুরির অভিযোগ। কয়েকজন কর্মী বলতে থাকেন, ”ও আমাদের টাকা চুরি করেছে।” শোনা যায় ‘তৃণমূলের দালাল’, ‘গরুচোর’ স্লোগান। তবে দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য বিষয়টি দেখেশুনে জানান , ওই ব্যক্তি দলের কেউ নন, তিনি দরকারি কাজে এসেছিলেন আইসিসিআরের সামনে। প্রসঙ্গত কেন্দ্রীয় নেতা তথা প্রাক্তন মন্ত্রী প্রকাশ জাভড়েকরের একটি অনুষ্ঠান চলছিল আইসিসিআরে। তার বাইরেই এমন বিশৃঙ্খল পরিস্থিতি।
Modi@20 – শীর্ষক কেন্দ্রের অনুষ্ঠানে যোগ দিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর এসেছেন কলকাতায়। বঙ্গ বিজেপির তরফে তাঁকে অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল আইসিসিআরে। এই অনুষ্ঠান চলাকালীনই আচমকা তাল কাটল। প্রেক্ষাগৃহের বাইরে আচমকাই হইহই ব্যাপার। হলুদ জামা পরা এক ব্যক্তিকে নিয়ে তুমুল উত্তেজনা। কয়েকজন বিজেপি কর্মী তাঁকে ঘিরে ধরে ক্ষোভপ্রকাশ করেন। রও অভিযোগ, ভুয়ো পরিচয় দিয়ে ওই ব্যক্তি নাকি হলের ভিতরে ঢুকতে চাইছিলেন। শমীক ভট্টাচার্যর নাম ব্যবহার করছিলেন। আবার কেউ কেউ বলছেন, তাঁদের টাকা চুরি করেছেন ওই ব্যক্তি। ‘তৃণমূলের দালাল’ বলেও ওই ব্যক্তিকে আক্রমণ করা হয়। তবে তিনি আত্মপক্ষ সমর্থনের কোনও চেষ্টা করেননি। বরং স্তম্ভিত হয়ে গিয়েছেন ওই ঘটনায়।