Bangla24x7 Desk : পঞ্চায়েত ভোটের আগে বঙ্গ বিজেপি সংগঠনকে পাকাপোক্ত করে তুলতে এবার ২০ জনের কোর কমিটি গড়ে দিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। নবগঠিত কোর কমিটিতে রয়েছেন তারকা নেতা মিঠুন চক্রবর্তী। দীর্ঘদিন পর দায়িত্ব পেলেন রাহুল সিনহা। কোর কমিটির সদস্য হলেন তিনি। যুব ও মহিলা মোর্চাতে বেশ কিছু রদবদল করা হয়েছে। নতুন দায়িত্বে আনা হয়েছে লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পলকে। বাদ পড়েছেন রূপা গঙ্গোপাধ্যায়।
সোমবার প্রকাশিত হয়েছে বিজেপির কোর কমিটির তালিকা। ২০ জনের কমিটিতে রয়েছেন বাংলার অধিকাংশ সাংসদই। মিঠুন চক্রবর্তী ও স্বপন দাশগুপ্তকে ন্যাশনাল এক্সিকিউটি মেম্বারের পদে বসানো হয়েছে। বিশেষ আমন্ত্রিত সদস্যদের তালিকায় রয়েছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক – সুনীল বনশল, মঙ্গল পাণ্ডে, আশা লাকড়া ও অমিত মালব্য। সুনীল বনশল ও মঙ্গল পাণ্ডে গত সপ্তাহেই দু’দিনের সাংগঠনিক বৈঠক করে গিয়েছেন কলকাতায়। এবার থেকে তাঁরা প্রত্যেকেই পালা পালা করে এসে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে আলোচনার টেবিলে বসবেন, আগামী দিনে লড়াইয়ে স্ট্র্যাটেজি বাতলে দেবেন।
এদিকে, বিজেপির যুব ও মহিলা নেতৃত্বের পারফরম্যান্সে খুব একটা খুশি নয় কেন্দ্রীয় নেতৃত্ব। ফলে সেখানেও রদবদল করা হয়েছে। যুব মোর্চার পর্যবেক্ষক করা হয়েছে অগ্নিমিত্রা পলকে। মহিলা মোর্চার পর্যবেক্ষক হলেন লকেট চট্টোপাধ্যায়। দীর্ঘদিন পর সংগঠনের দায়িত্বপূর্ণ পদ পেলেন রাহুল সিনহা। এতদিন তাঁর কোনও পদ ছিল না। তবে কোর কমিটি থেকে এবার বাদ পড়েছেন রূপা গঙ্গোপাধ্যায়।