Bangla24x7 Desk : এবার বিজেপির দুর্গাপুজো আড়ম্বরহীন , নমো নমো করেই দুর্গাবন্দনা সারবে পদ্ম শিবির। একের পর এক নির্বাচনে ভরাডুবির জেরে বাংলায় বেশ খানিকটা ব্যাকফুটে বিজেপি। যার প্রভাব পড়ছে বিজেপির দু্র্গাপুজোয়। ২০২০ সালে করোনা আবহে হাই কোর্টের সমস্ত নির্দেশ মেনেই সল্টলেকের ইজেডসিসিতে দুর্গাপুজোর আয়োজন করেছিলেন বিজেপির নেতা-কর্মীরা। ধুতি-পাঞ্জাবি পরে একেবারে বাঙালি বেশেই দুর্গাপুজোর ভারচুয়াল উদ্বোধন করেন নরেন্দ্র মোদী।
একুশের নির্বাচনকে সামনে রেখে কলকাতায় দুর্গাপুজোর আয়োজন বিজেপির ‘মাস্টারস্ট্রোক’ বলেই মনে করেছিলেন অনেকে। বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর গতবছর আর পুজো হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। কিন্তু নিয়ম অনুযায়ী , একবার সংকল্প করলে তিনবার পুজো করতে হয়। তাছাড়া পুজো বন্ধ করা হলে আমজনতার কাছে ভুল বার্তা যেতে পারে। স্রেফ রীতি পালনের জন্য ইজেডসিসিতে দু্র্গাপুজো বিজেপির। গেরুয়া শিবির সূত্রে খবর, এবছরও হবে দুর্গা আরাধনা। কিন্তু তা নিতান্তই নমো নমো করে। একেবারে সাদামাটাভাবে। এ বিষয়ে ইতিমধ্যেই প্রতাপ বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছেন। তবে সম্ভবত এটাই বিজেপির শেষ পুজো। কারণ , এটাই তৃতীয় বর্ষ।