Bangla24x7 Desk : আসানসোল দুর্ঘটনায় প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারির আগাম জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। গ্রেপ্তারি থেকে রক্ষাকবচ পেতে চৈতালি কলকাতা হাই কোর্টে আবেদন করেন। বৃহস্পতিবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ চৈতালির আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। ফলে আসানসোল পুরনিগমের কাউন্সিলরের আর কোনও রক্ষাকবচ রইল না।

এর আগে গত ২২ ডিসেম্বর চৈতালির আবেদন মেনে তাঁকে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দিয়েছিল হাই কোর্ট। তাঁকে তদন্তে সহযোগিতা করার নির্দেশও দেওয়া হয়। কিন্তু পুলিশের অভিযোগ ছিল, চৈতালি তদন্তে কোনওরকম সহযোগিতা করছেন না। তাঁকে বারবার নোটিস দেওয়া হলেও সাড়া পাওয়া যাচ্ছে না। তিওয়ারি দম্পতি দীর্ঘদিন ধরে নিখোঁজ বলেও দাবি করেছে পুলিশ। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার দুপুরে জিতেন-সহ পাঁচ অভিযুক্তের আগাম জামিনের আবেদন খারিজ করে। এর আগে বৃহস্পতিবার সকালে চৈতালিরও আগাম জামিনের আবেদনও খারিজ করে বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ।

প্রসঙ্গত, গত ১৪ ডিসেম্বর শিবচর্চা ও কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল আসানসোলে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং আসানসোল পুরনিগমের বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়ারি। সেখানেই ঘটে যায় দুর্ঘটনা। শুভেন্দু নিজের হাতে বেশ কিছু কম্বল বিতরণ করার পর ওই অনুষ্ঠান ছেড়ে চলে যান। এর পর কম্বল নেওয়ার জন্য শুরু হয় হুড়োহুড়ি। তাতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩ জনের। আহত হন বেশ কয়েক জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *