Bangla24x7 Desk : জি বাংলার পর্দায় শুরু হয়েছে একেবারে নতুন সিরিয়াল ‘সোহাগ জল’। এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবং জনপ্রিয় টেলি অভিনেতা হানি বাফনা। সোমবার থেকেই জি বাংলার পর্দায় রাত ন’টা থেকে শুরু হয়েছে এই ধারাবাহিকের সম্প্রচার। তবে গতানুগতিক ধারা বজায় রয়েছে এখানে।
দেওরের প্রতি বৌদির দুর্বলতা ! বাংলা সিরিয়াল ‘সোহাগ জলে’র শুরুতেই পরকীয়ার ছোঁয়া। প্রত্যেক সিরিয়ালেই বিয়ে মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এখানেই আলাদা এই নতুন সিরিয়াল। সোহাগ জলের শুরুতেই দেখানো হচ্ছে নায়ক শুভ্র এবং নায়িকা জুঁইয়ের বিয়ে। কারণ ইতিমধ্যেই প্রোমো দেখেই দর্শকরা কিছুটা হলেও আঁচ করতে পেরেছেন বিয়ে হলেও অল্পদিনেই ডিভোর্স হয়ে যাবে তাদের।
এসবের মধ্যেই দর্শকদের নজর করেছে একটি বিষয়। তাহল নায়ক শুভ্রর সাথে তার বিধবা বৌদি বিনির সম্পর্ক। প্রথম পর্বেই হবে সে বুঝিয়ে দিয়েছে দেওর শুভ্রর প্রতি তার দুর্বলতার কথা। তবে একই অনুভূতি শুভ্ররও রয়েছে কিনা সে বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট নয়।