Bangla24x7 Desk : বড় ঘরের জন্য AC কিনেছেন ? কিন্তু বাড়ির ইলেকট্রিক বিল কমাবেন কীভাবে ?এক কথায় এয়ার কন্ডিশনার কেনা চ্যালেঞ্জের চেয়ে কম নয়। তাই কিনতে যাওয়ার আগে কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন। ইনভার্টার এসি কম শক্তি খরচ করে এবং বেশি ঠান্ডা করে। উইন্ডো এসি বড় ঘরের জন্যও উপযুক্ত, তবে এটি ইনভার্টার এসির তুলনায় কম শক্তি সাশ্রয়ী। তাই যদি চান, আপনার ইলেকট্রিক বিল খুব বেশি না আসুক তাহলে বাড়িতে ইনভার্টার এসিই নিয়ে আসুন।
মনে রাখবেন এসিতে যত বেশি ফিচার থাকবে, দামও কিন্তু ততটাই বেশি হবে। চেষ্টা করবেন অটো ক্লিনিং ফিচার, ওয়াই-ফাই কানেকশন, এয়ার ফিল্টার ইত্যাদি বৈশিষ্ট্য রয়েছে, এমন এসি কিনতে। আপনার প্রয়োজন এবং বাজেট অনুযায়ী এসিতে এসব জিনিস পেয়ে যাবেন।
Bought AC : বড় ঘরের জন্য AC কিনেছেন ? কিন্তু বাড়ির ইলেকট্রিক বিল কমাবেন কীভাবে ?
Trinamool Congress : নির্বাচনের আগে অ্যাকশন মুডে ED , বাজেয়াপ্ত তৃণমূল কংগ্রেসের ১০ কোটি ২৯ লাখ টাকা
Shuvendu Told : শাহজাহানের ফোন কোথায় ? হন্যে হয়ে খুঁজছে CBI , ফোনের ঠিকানা জানালেন শুভেন্দু
Chromebook থেকে Dell – ১ লক্ষ টাকার ল্যাপটপ পাবেন জলের দরে ! কীভাবে দেখুন
Says Abhijit Gangopadhyay : মমতার তৃণমূল-ই রাজনীতি যোগের ‘অনুপ্রেরণা’ ! বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়
অনান্য খবর : – Sabyasachi Chakraborty : বুকে তীব্র ব্যথা – আচমকা অসুস্থ ‘ফেলুদা’ সব্যসাচী চক্রবর্তী , ভর্তি হাসপাতালে
সঙ্গে সঙ্গে তাঁকে বাইপাসের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সব্যসাচীর ইন্ডাস্ট্রির বন্ধু-বান্ধব পরিচালক-নাট্য ব্যক্তিত্ব এবং চিকিৎসক কমলেশ্বর মুখোপাধ্য়ায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, বন্ধুর শারীরিক অবস্থার কথা তিনি কিছু জানতেন না। পরিচালক অনীক দত্তর একই কথা। তিনিও জানিয়েছেন, এ ব্যাপারে তিনি কিছু জানেন না।
বুধবার ২০ মার্চ, ২০২৪ সকালে হাসপাতালে ভর্তি করানো হয়েছে অভিনেতা সব্যসাচী চক্রবর্তী কে। অস্বস্তি এবং বুকে যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন রয়েছেন কলকাতারই এক বেসরকারি হাসপাতালে। সম্প্রতি পুত্র গৌরব ও পুত্রবধূ ঋদ্ধিমার সন্তান ধীরের অন্নপ্রশনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সব্যসাচী। নিজে দাঁড়িয়ে থেকে সব কিছুর তদারকি করেছেন। আপাতত সব্যসাচীর Continue Reading