Bangla24x7 Desk : গুজরাটে মোরবির কেবল ব্রিজ দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে সতর্ক নবান্ন। এ রাজ্যের ব্রিজগুলির অবস্থা নিয়ে তড়িঘড়ি রিপোর্ট চাইল রাজ্যের প্রশাসনিক ভবন। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং-সহ কয়েকটি জেলায় ঝুলন্ত ব্রিজ রয়েছে। সেগুলির কী অবস্থা, তা নিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটি জেলার পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারদের। মোরবির মতো এ রাজ্যের ঝুলন্ত সেতুগুলির পরিকাঠামো কতটা যথাযথ রয়েছে, ব্রিজগুলির বর্তমান অবস্থা কেমন – সমস্ত জানতে চেয়ে রিপোর্ট দিতে বললেন পূর্তমন্ত্রী।

রাজ্যে যে সব উড়ালপুল রয়েছে, সেগুলির বর্তমান অবস্থা নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠকে বসছেন পূর্তমন্ত্রী পুলক রায়। এই শহরও একাধিক সেতু বিপর্যয়ের সাক্ষী। পোস্তা, মাঝেরহাট ব্রিজ ভেঙে প্রাণহানি ঘটেছে। সেখান থেকে শিক্ষা নিয়ে শহরের বিভিন্ন উড়ালপুলের পরিকাঠামো নিয়ে যথাসময়ে পরীক্ষানিরীক্ষা চলে। একাধিক পুরনো উড়ালপুলের সংস্কার করা হয়েছে। কিন্তু জেলা স্তরের উড়ালপুলগুলিতে সেভাবে রক্ষণাবেক্ষণ হয় কি না, সেসবের বিস্তারিত রিপোর্ট চাইল পূর্ত দপ্তর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *