Bangla24x7 Desk : Brinda Grover : তাঁর সওয়ালেই বিলকিস পেয়েছিলেন সুবিচার , এবার তিলোত্তমাকে সুবিচারের পাইয়ে দিতে পারবেন বৃন্দা গ্রোভার ? দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টেফেনস কলেজ থেকে আইনের ডিগ্রি লাভের পর নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন বৃন্দা গ্রোভার। দেশে ফিরে এসে, ১৯৮৯ সাল থেকে ট্রায়াল কোর্টে প্রাকটিস শুরু করেন। সেখান থেকেই হাইকোর্ট ও পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে উত্থান। বিলকিস বানো মামলা লড়েছেন বৃন্দা গ্রোভার। বিলকিস বানো মামলায় ১১ জন ধর্ষকের মুক্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে গুজরাট সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান বিলকিস বানো। তাঁর হয়ে মামলা লড়েন আইনজীবী বৃন্দা গ্রোভার। সুপ্রিম কোর্টে বৃন্দা গ্রোভার বলেছিলেন গুজরাট সরকারের এই সিদ্ধান্ত সম্পূর্ণ বেআইনি।
আরজি কর কাণ্ডে তিলোত্তমার পরিবারের হয়ে মামলা লড়ার জন্য এক টাকাও নেবেন না স্বনামধন্য আইনজীবী বৃন্দা গ্রোভার। দীর্ঘ কেরিয়ারে তিনি মহিলা ও শিশুদের উপরে হওয়া অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধেই লড়েছেন। তা তিলোত্তমার পরিবার যখন তাঁকে মামলা লড়ার জন্য অনুরোধ করেন, তা ফেরাতে পারেননি বৃন্দা গ্রোভার। দীর্ঘ কেরিয়ারে তিনি একাধিক মানবাধিকার ও মহিলা-শিশুদের বিরুদ্ধে হওয়া নির্যাতনের মামলায় লড়েছেন। এর মধ্যে রয়েছে ১৯৮৭ সালের হাসিমপুরা পুলিশ হত্যা মামলা থেকে শুরু করে ২০০৪ সালের ইসরাত জাহান মামলা, ২০০৮ সালে কান্দামালে খ্রিস্টান বিরোধী দাঙ্গা মামলা।
Brinda Grover : আইনজীবী বৃন্দা গ্রোভারের সওয়ালে সুবিচার পাবেন তিলোত্তমা ?
Read More : ‘ডাক্তার’ নামের আর অস্তিত্ব রইল না ! সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল রাজ্য মেডিকেল কাউন্সিল
পাশাপাশি আইন তৈরি ও সংশোধনেও তাঁর ভূমিকা রয়েছে। ২০১২ সালে শিশুদের যৌন হেনস্থা থেকে সুরক্ষা, ২০১০ সালে নির্যাতন প্রতিরোধ বিলের সংশোধনীর খসড়া তৈরিরও অংশ ছিলেন আইনজীবী বৃন্দা গ্রোভার। বিভিন্ন সময়ে পুলিশ ও বিচার বিভাগের সঙ্গে যুক্ত আধিকারিকদের প্রশিক্ষণের জন্যও বৃন্দা গ্রোভারকে ডাকা হয়। ২০১৩ সালে টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকাতেও ঠাঁই হয়েছিল বৃন্দা গ্রোভারের। এ বিষয়ে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “এটা নিয়ে আমার কিছু বলার নেই। আমার পক্ষে যতটুকু করা সম্ভব ছিল, করেছি। বাকিটা ওঁদের সিদ্ধান্ত। সুপ্রিম কোর্টে নির্যাতিতার হয়ে সওয়াল করার কোনও বিষয়ই নেই। মামলা হচ্ছে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে।” প্রসঙ্গত, এর আগে ডাক্তারদের আইনজীবী বদল করা হয়েছিল। গীতা লুথরার বদলে গতবার সওয়াল করেছিলেন বিখ্যাত আইনজীবী ইন্দিরা জয়সিং। উল্লেখ্য, আগামী ৩০ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি রয়েছে।