Bangla24x7 Desk : মঙ্গলবার ৮ নভেম্বর ৯৫ বছর পূর্ণ করলেন আডবানী। জন্মদিনে প্রবীণ নেতার বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানান মোদি। সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোশ্যাল মিডিয়ায় আডবানীর সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করেন মোদি। ছবি ও ভিডিওতে দেখা গিয়েছে, আডবানীর হাতে লাল গোলাপের তোড়া তুলে দিচ্ছেন মোদি। খোলা আকাশের নিচে, সবুজ ঘাসের উপর পাশাপাশি চেয়ার-টেবিলে বসে থাকতে দেখা গিয়েছে দু’জনকে। একটি ছবিতে আডবানীর অন্য পাশে বসে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মোদির সঙ্গে সাক্ষাতের ছবিতে প্রসন্ন চিত্তের আডবানিকে দেখা যায়।

আডবানীর দেখানো হিন্দুত্বের পথে ২০১৪ সালে ভারতীয় রাজনীতিতে মোক্ষলাভ হয় বিজেপির। প্রধানমন্ত্রীর কুরসি পান জনৈক নরেন্দ্র দামোদর দাস মোদি। যদিও দ্বিতীয় দফায় গেরুয়া শিবিরে দিল্লি দখলের পর প্রধানমন্ত্রিত্বের দাবিদার ছিলেন বাজপেয়ী জমানার উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবানী। ফলে মোদির উত্থানে আডবানীর স্বপ্নভঙ্গ, এই হয়ে ওঠে গেরুয়া শিবিরের অন্দরের অস্বস্তি। সেই ঘা কি শোকাল বৃদ্ধ নেতার ? মঙ্গলবার এল কে আডবানীর জন্মদিনে তাঁর বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাস্য মুখে যে ভঙ্গিতে পালটা মোদিকে আপ্যায়ন করলেন আডবানী।

সোশ্যাল মিডিয়ায় আডবানীর সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করার পাশাপাশি মোদি যা লিখেছেন, তাতে প্রবীণ নেতার প্রসন্নতা বাড়বে। মোদি লেখেন, “আডবানীজির জন্মদিনে তাঁর বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানালাম। ভারতের প্রগতিতে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। মেধা ও দৃরদৃষ্টির জন্য গোটা দেশে তিনি শ্রদ্ধেয়। বিজেপিকে শক্তিশালী করে তুলতে তাঁর ভূমিকা অনস্বীকার্য। তাঁর সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করি।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *