Bangla24x7 Desk : উচ্চপ্রাথমিকে শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট । মঙ্গলবার এক আবেদনকারীর মামলার পরিপ্রেক্ষিতে এমনই রায় দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এই রায়ে আটকে গেল প্রায় ৭৫০ জনের চাকরি। কীসের ভিত্তিতে এই নিয়োগ দেওয়া হচ্ছিল, এসএসসির কাছে তা জানতে চেয়েছে আদালত। মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার। ততদিন পর্যন্ত কোনও চাকরিপ্রার্থীকে সুপারিশপত্র দিতে পারবে না স্কুল সার্ভিস কমিশন।
২০১৬ সালে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হয়। ২০১৭ এ লিখিত পরীক্ষা এবং ২০১৮ এ ইন্টারভিউ হয়। চলতি বছরের অক্টোবরে ওই পরীক্ষার ভিত্তিতে কর্মশিক্ষক ও শারীরশিক্ষকদের অতিরিক্ত পদ তৈরি করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে এসএসসি। এরপর প্রকাশিত হয় প্রকাশিত ওয়েটিং লিস্ট। কিন্তু সেই তালিকা থেকেই অভিযোগ ওঠে। সোমা রায় নামে এক চাকরিপ্রার্থীর অভিযোগ, তাঁর চেয়ে কম নম্বর পাওয়া পরীক্ষার্থীর নাম রয়েছে ওয়েটিং লিস্টে। এই মর্মে তিনি হাই কোর্টে মামলা দায়ের করেন।
বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ কমিশনের কাছে জানতে চায়, কীসের ভিত্তিতে অতিরিক্ত পদ তৈরি করে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হল? তার জবাব না পাওয়া পর্যন্ত স্থগিতাদেশ দেওয়া হয়েছে নিয়োগ প্রক্রিয়ায়। অর্থাৎ এখনই চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারবে না এসএসসি। মঙ্গলবার এসএসসির অফিস বন্ধ। তাই সেখান থেকে নিয়োগপত্র দেওয়ার প্রশ্ন নেই বলে জানিয়েছেন কমিশনের কর্তারা।