Bangla24x7 Desk : নিয়োগ বাতিল ইস্যুতে নয়া মোড়। ২৬৯ জন প্রার্থীর নিয়োগ বাতিল নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বেনিয়মের প্রমাণ পেয়ে যাঁদের নিয়োগ কলকাতা হাইকোর্ট বাতিল করে দিতে টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল, তাঁদের পুনরায় বহাল করা হবে কি না, সে নিয়ে অবশ্য ধোঁয়াশা রয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে , টেট দুর্নীতি নিয়ে তদন্ত চালিয়ে যেতে পারবে সিবিআই। তবে মানিক ভট্টাচার্যর বিরুদ্ধে এখনই কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না সিবিআই। তাদের ৪ সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। কলকাতা হাইকোর্টের পর্ষদ সভাপতি পদ থেকে মানিক ভট্টাচার্যর অপসারণ নিয়ে হাইকোর্টের নির্দেশেও স্থগিতাদেশ দিলেও মানিক ভট্টাচার্যকে পুনর্বহালের কোনও নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট।
বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন মানিক ভট্টাচার্য। যেখানে সরকারি আইনজীবী দাবি করেন, ইডি-র হাতে গ্রেফতারির পর বিষয়টি সুপ্রিম কোর্টের কাছে আনা হয়েছে। গ্রেফতার হওয়া কোনও ব্যক্তির ক্ষেত্রে নির্দিষ্ট পদ্ধতি মেনে জামিনের আবেদন স্থানীয় কোর্টে করা উচিত। সব পক্ষের বক্তব্য শুনে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ইডি গোটা বিষয়টিতে আগে পার্টিই ছিল না। সিবিআইয়ের বিরুদ্ধে নির্ধারিত মামলার ভিত্তিতেই মানিক ভট্টাচার্যকে দেওয়া হয়েছিল রক্ষাকবচ। আর তারপর ইডি মামলার প্রসঙ্গটি যুক্ত হওয়া নিয়ে আপাতত নিজেদের রায় স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট।