Bangla24x7 Desk : চাকরিপ্রার্থীদের আন্দোলনে ফের উত্তপ্ত কলকাতা , আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল কালীঘাট। কালীঘাট মেট্রো স্টেশন সংলগ্ন রাস্তায় ব্যাপক বিক্ষোভ আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের। চাকরিপ্রার্থীদের দাবি, তাঁদের বেশ কয়েকজন জখম হয়েছেন। দ্রুত নিয়োগের দাবিতে সরব আন্দোলনকারীরা। কেন তাঁদের ৮ বছর নষ্ট করা হল, সেই প্রশ্নও করেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা।
কালীঘাট মেট্রো স্টেশনের এক নম্বর গেটে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের জমায়েতের কথা ছিল। তবে চাকরিপ্রার্থীরা আগেভাগেই খবর পেয়ে যান, কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ওই এলাকা। চাকরিপ্রার্থীরা মেট্রো স্টেশনের অন্য গেটে জড়ো হতে থাকেন। রাস্তায় বসে পড়েন চাকরিপ্রার্থীরা। খবর পেয়ে পুলিশও সেখানে পৌঁছয়। বিক্ষোভকারীদের সরে যেতে বলা হয়। তাতেই পুলিশ ও চাকরিপ্রার্থীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। শুরু হয় তুমুল ধস্তাধস্তি। পরিস্থিতি সামাল দিতে চ্যাংদোলা করে বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে তোলা হয়।