Bangla24x7 Desk : নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর তদন্তকারী অফিসার সোমনাথ বিশ্বাসের কাজে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাই এই মামলায় গঠিত সিট থেকে সোমনাথ বিশ্বাসকে সরিয়ে দিলেন তিনি। মঙ্গলবার বিচারপতির নির্দেশে সিটের প্যানেল থেকে বাদ দেওয়া হল এই অফিসারকে। নিয়োগ দুর্নীতি মামলার কোনও কাজের সঙ্গে আর তিনি যুক্ত থাকতে পারবেন না। এই মামলা সংক্রান্ত কোনও ফাইল স্পর্শ করতে পারবেন না সোমনাথ বিশ্বাস। এদিন নতুন তদন্তকারী CBI অফিসারের নাম ঘোষণার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যের নিয়োগ দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরেই আস্থা রেখেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমনাথ সিবিআইয়ের ইনস্পেক্টর পদমর্যাদার অফিসার। কেন তাঁকে সরানো হল, তা মঙ্গলবার দুপুরে স্পষ্ট করেননি বিচারপতি। তবে কারণ না জানালেও সিবিআই কর্তা সোমনাথ সম্পর্কে তাঁর নির্দেশ ছিল স্পষ্ট। বিচারপতি জানিয়ে দেন, ওই সিবিআই কর্তা ‘‘তদন্তের কোনও কাজে যুক্ত থাকতে পারবেন না। কোনও ফাইল স্পর্শ করতে পারবেন না। তাঁর ব্যাপারে ডিআইজি পরবর্তী পদক্ষেপ করবেন।’’

অবশ্য মঙ্গলবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে ওই সিবিআই কর্তা উপস্থিত ছিলেন না। সিবিআইয়ের আইনজীবী জানান, তিনি অসুস্থ হওয়ায় আদালতে হাজির থাকতে পারেননি। রাজ্যের আরও অনেক মামলারই তদন্তভার এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে। দিন কয়েক আগেই রাজ্যের ভোট পরবর্তী হিংসার অভিযোগের তদন্তকারী এক সিবিআই কর্তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ ছিল, ওই সিবিআই কর্তার হেফাজতে থাকাকালীন মৃত্যু হয়েছে বগটুইয়ে হিংসার ঘটনার অন্যতম অভিযুক্ত লালন শেখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *