Bangla24x7 Desk : Hindu Sentiments : মা সারদার আদলে ব্যঙ্গচিত্র ! হিন্দু ভাবাবেগে আঘাত – বিজেপিকে তুলোধোনা তৃণমূলের। এই ইস্যুতে ক্ষমা চেয়ে নিয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। বৃহস্পতিবার রাজ্য বিজেপি X হ্যান্ডলে ব্যঙ্গচিত্র পোস্ট করে। তাতে দেখা গিয়েছে, সবুজ পাড় সাদা শাড়ি পরে পা ছড়িয়ে বসে রয়েছেন এক মহিলা।
তৃণমূলের দাবি , ওই মহিলার বসার ভঙ্গিমা সারদা দেবীর মতো। মুখের আদলে মিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। হাতে ফোন, ঘড়ি। পায়ে চটি। ওই ছবিতে লেখা রয়েছে, ‘‘আমি মদনেরও মা। আমি হাকিমেরও মা।’’ পাশে লেখা ‘মিথ্যা।’ আবার নিচে একই ছবিতে আবার লেখা, ‘‘ভোটের জন্য আমি অন্য দিকে তাকাই, যখন মদনের স্ত্রী হাকিম দ্বারা ধর্ষিত হয়।’’ তার পাশে লেখা ‘সত্যি।’
তৃণমূলের তরফেও X হ্যান্ডলে বিতর্কিত ব্যঙ্গচিত্রটিকে পোস্ট করে লেখা হয়, ‘‘আর কত দিন আমাদের হিন্দু ভাইবোনদের আবেগ নিয়ে খেলা করবে বিজেপি? মা সারদা দেবীর ব্যঙ্গচিত্র করে তাঁকে পরিহাস করা হয়েছে, যা খুবই নিচু কাজ। এমনকি, বিজেপির জন্যও! এই কারণেই বাংলা সবসময় বিজেপিকে খারিজ করেছে, যারা সবসময় বিশ্বাস নিয়ে রাজনীতি করাকে গুরুত্ব দেয়। যেমন করে সুযোগসন্ধানীরা, যাঁদের কোনও নীতি থাকে না।’’
Hindu Sentiments : মা সারদার আদলে ব্যঙ্গচিত্র ! হিন্দু ভাবাবেগে আঘাত – বিজেপিকে তুলোধোনা তৃণমূলের
অনান্য খবর : – Of Mahaguru : ‘আওয়াজ যেন বন্ধ না হয়’ – সন্দেশখালি ইস্যুতে মন্তব্য মিঠুনের , ইন্ধন না প্রতিবাদের ইঙ্গিত ‘মহাগুরু’র ?
মিঠুনের স্পষ্ট বক্তব্য, ”সন্দেশখালিতে সত্যের বিস্ফোরণ ঘটছে। তা থামানো যাবে তো ? সেখানে তো মহিলারাই সরব হচ্ছেন, প্রতিবাদ করছেন। এই সমবেত আওয়াজ যেন না থামে।” সন্দেশখালির ঘটনা নিয়ে মুখ খুললেন বি জে পির তারকা নেতা মিঠুন চক্রবর্তী। শুক্রবার তিনি কলকাতায় এসেছিলেন, অসুস্থ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কে দেখতে। সন্দেশখালি যাওয়ার পথে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন সুকান্ত মজুমদার। তাঁর পিঠে চোট রয়েছে। এই খবর পেয়েই তাঁকে দেখতে ছুটে আসেন মিঠুন।
রাজ্য পুলিশের ডিজি সহ ৩ আই পি এস অফিসারকে তলব করেছে সংসদীয় কমিটি। সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মহা গুরুর প্রতিক্রিয়া, ”সেখানে গেলেই সত্যি কথা বলতে পারবেন তাঁরা। নইলে বাইরে কথা বললে অনেকের মনে হবে, বানিয়ে বলছেন।” শাসক প্রতিবাদকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতে পারে। কিন্তু তা যেন Continue Reading