Bangla24x7 Desk : চিকিৎসকদের আন্দোলনকে অসন্মান , হুমকি – তৃণমূল বিধায়ক লাভলির বিরুদ্ধে মামলা হাই কোর্টে। বুধবার মামলাটি উল্লেখ করেন আইনজীবী সব্যসাচী ভট্টাচার্য। তাঁর বক্তব্য প্রকাশ্য জনসভায় যেভাবে লাভলি মৈত্র চিকিৎসকদের হুমকি দিয়েছেন, অসম্মান করেছে চিকিৎসকদের তার বিরুদ্ধেই অভিযোগ জানাতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। হাই কোর্টে সোনারপুরের বিধায়ক লাভলি মৈত্রর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। সম্ভবত মামলার শুনানি শুক্রবার।
তৃণমূলের দলীয় কর্মসূচি থেকে লাভলি বলেন, “সিপিএম সায়ন-সুজনরা ঘুরে বেড়ায় তার একটাই কারণ। বদল হয়েছিল, বদলা হয়নি। আজ ২০২৪ দাঁড়িয়ে বলছি বদল তো দূর, বদল ২০১১ তে হয়েছিল। বদলা ২০২৪-এ হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি কেউ আঙুল তোলে সেই আঙুল কীভাবে নামাতে হয় আমরা জানি।” উল্লেখ্য, লাভলির এই বক্তব্যের পরই শোরগোল পড়ে যায়। তাঁকে সতর্ক করে দল। শুধু তাই নয়, সোনারপুর থানায় অভিযোগ দায়েরও করেন সিপিএম নেতা তথা আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়।
রবিবার এক প্রতিবাদ সভায় লাভলি মৈত্র বলেন, “দিনের পর দিন আন্দোলনের নামে মানুষকে হয়রানি করা হচ্ছে। গরিব মানুষ যারা চিকিৎসার জন্য আসে, যারা গ্রাম বাংলা থেকে আসে, যারা প্রান্তিক এলাকা থেকে আসে, যাদের চিকিৎসা করার ক্ষমতা নেই প্রাইভেট হাসপাতালে গিয়ে, আজকে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।” তাঁর আরও সংযোজন, “কোনও চিকিৎসা হচ্ছে না। এরা মানবিক ? এরা মানুষ ? কসাইতে পরিণত হচ্ছে দিনের পর দিন চিকিৎসকরা।” এর পরই তাঁকে সতর্ক করেছিল তৃণমূল। দলের তরফে সতর্ক করা হয় সোনারপুর দক্ষিণের বিধায়ককে। তাঁকে আগামীতে এ ধরনের ‘বাজে’ মন্তব্য করার থেকে বিরত থাকতেও নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে তাঁর বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়। এবার সরাসরি আদালতে মামলা হল লাভলি মৈত্রের বিরুদ্ধে।
আরজি কর কাণ্ডের আবহে একাধিক নেতা-কর্মীর ‘দায়িত্বজ্ঞানহীন’ মন্তব্য নিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে রাজ্যের শাসকদলকে। সম্প্রতি উত্তর ২৪ পরগনার অশোকনগরের তৃণমূল নেতা অতীশ সরকার ‘মা-বোনেদের ছবি বিকৃত করে টাঙানোর’ হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ান। তার আগে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি প্রসঙ্গে তৃণমূলের বিধায়কদের কথায় হুমকির সুর শোনা যাচ্ছে বলেও অভিযোগ করেন বিরোধীরা। এর মধ্যেই প্রকাশ্যে এল লাভলির ওই মন্তব্য।