Bangla24x7 Desk : গরু পাচার মামলার তদন্তে আরও সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মঙ্গলবার ফের একবার বোলপুরে সিবিআই এর তৎপরতা। দুপুর গড়িয়ে বিকেল হতেই গাড়ি নিয়ে অস্থায়ী ক্যাম্প অফিস থেকে বেরিয়ে পড়েন সিবিআই অফিসাররা। বোলপুরের গুরুপল্লি এলাকায় তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দিদি শিবানী ঘোষের বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় গোয়েন্দারা। উল্লেখ্য , বীরভূম জেলার প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান রাজা ঘোষের মা হলেন শিবানী ঘোষ।
এদিন সকালে বোলপুরে পূর্বপল্লির গেস্ট হাউসে সিবিআই-এর যে অস্থায়ী ক্যাম্পটি রয়েছে, সেখানে পৌঁছে গিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দাদের একটি দল। সূত্রের খবর , গরু পাচার মামলার জট খুলতেই এদিন বোলপুরে সিবিআই এর আধিকারিকদের সক্রিয়তা। এদিন দুপুরে গরু পাচার মামলার তদন্তে ফের বোলপুরের এক বেসরকারি ব্যাঙ্কের কর্মীকে ডেকেছিল সিবিআই। দুপুর প্রায় ১২ টা ৪০ মিনিট নাগাদ পূর্বপল্লিতে সিবিআই এর অস্থায়ী ক্যাম্পে ঢোকেন বেসরকারি ব্যাঙ্কের কর্মী। সঙ্গে ছিল বেশ কিছু নথিপত্র।
পরবর্তী সময়ে আরও দুইজন ব্যাঙ্ক কর্মীও আসেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ওই অস্থায়ী ক্যাম্পে। উল্লেখ্য, এদিন দুপুরে পূর্বপল্লির অস্থায়ী সিবিআই ক্যাম্পে এসেছিলেন জেলার পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল কেরিম খানও। যদিও কী কারণে তিনি এসেছিলেন সিবিআই অফিসে সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। সংবাদ মাধ্যমের কাছে এই বিষয়ে কোনও মুখ খোলেননি তিনি। প্রায় ১৫-২০ মিনিট সিবিআই অস্থায়ী ক্যাম্পে থাকার পর স্কুটারে চেপে বেরিয়ে যান তিনি। সূত্রের খবর, গরু পাচার মামলা সংক্রান্ত তদন্তের প্রয়োজনেই আজ ডেকে পাঠান হয়েছিল কেরিম খানকে।