Bangla24x7 Desk : এবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে ইঙ্গিত, সিবিআই নিয়োগ দুর্নীতি মামলাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না। তিনি সাফ বলে দিচ্ছেন, নিয়োগ দুর্নীতির তদন্তে বর্তমান পরিস্থিতি সন্তোষজনক নয়। সুপ্রিম কোর্টে সিবিআইয়ের আইনজীবীর অনুপস্থিতিতে বিস্ময় প্রকাশ করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন বলেন, “সুপ্রিম কোর্টে মানিক ভট্টাচার্যর মামলায় অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী। এটা খুব সন্তোষজনক পরিস্থিতি নয়।” সিবিআইয়ের আইনজীবীর উদ্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পরামর্শ, “সিবিআই আধিকারিকদের বলুন এই মামলা খুব গুরত্ব দিয়ে দেখতে।”
আসলে গত ১৮ নভেম্বর সুপ্রিম কোর্টে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের মামলার শুনানি ছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে সেদিন শীর্ষ আদালতে উপস্থিতই ছিলেন না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী। শীর্ষ আদালতের নির্দেশনামায় সিবিআইয়ের আইনজীবীর অনুপস্থিতির কথা নথিবদ্ধ রয়েছে। বুধবার তা দেখেই অসন্তুষ্ট হন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
আসলে গত ১৮ নভেম্বর সুপ্রিম কোর্টে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) মামলার শুনানি ছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে সেদিন শীর্ষ আদালতে উপস্থিতই ছিলেন না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী। শীর্ষ আদালতের নির্দেশনামায় সিবিআইয়ের আইনজীবীর অনুপস্থিতির কথা নথিবদ্ধ রয়েছে। বুধবার তা দেখেই অসন্তুষ্ট হন বিচারপতি গঙ্গোপাধ্যায়।