Bangla24X7 Desk : বোলপুরবাসীর জন্য যে তাবড় নেতার ভয়ে এলাকায় বাঘে-গরুতে এক ঘাটে জল খেত, তাঁর বাড়ির সামনেই এত জওয়ানের ভিড়! তবে কি আশঙ্কাই সত্যি হতে চলেছে ? সাতসকালে বাজার করতে আসা স্থানীয় বাসিন্দা, পড়শি , মুদি-চা দোকানের ক্রেতা-বিক্রেতাদের চোখেমুখে তখন বিস্ময়ের ছাপ! এ দৃশ্য যেন তাঁদের কাছে অকল্পনীয়। অনুব্রতর বাড়িতে সিবিআই, ঘিরে ফেলা হয়েছে বাড়ি….এসব খবর তখন উল্কাগতিতে ছড়িয়ে পড়েছে গোটা বীরভূম জুড়ে।

যে নেতাকে খুব কাছ থেকে দেখেন অনুগামীরা, আজ রাখির দিনে তাঁর বাড়িতেই বিপর্যয়। বাহুবলীর এই পরিণতি যে তাঁদের দেখতে হবে, সেটা নিজেদেরও বিশ্বাস করাতে পারছেন না অনুগামীরা। ভিড়ে মিশে ছিলেন তাঁরাও। তবে এদিন তাঁরা নির্বাক, মুখে কুলুপ। কিছুটা হয়তো নিজেদের মাটি হারানোর অনিশ্চয়তায় ভুগছেন তাঁরা।

কনভয় করে অনুব্রত মণ্ডলকে বাড়ি থেকে গাড়ি করে বের করে নিয়ে যায় সিবিআই। সূত্রের খবর, পানাগড়ে নিয়ে যাওয়া হবে তাঁকে। সেখানে একপ্রস্থ জেরা করা হতে পারে তাঁকে। আসানসোল আদালতে তোলা হতে পারে অনুব্রতকে। তবে তাঁর শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে কিনা, হলেই বা কোথায় হবে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। আসানসোলের ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে অনুব্রতকে। এমনটাই জানা যাচ্ছে সিবিআই সূত্রে। সূত্রের খবর, অনুব্রতের জন্য ইএসআই হাসপাতালে ইতিমধ্যেই মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *