Bangla24x7 Desk : ডাইনিং রুমে বসে চিকেনে ঠ্যাং চিবোচ্ছে উল্লসিত জনতা ! হাসিনার বেডরুমে ঢুকে উল্লাস বিক্ষোভকারীদের। দুপুর ৩টে নাগাদ প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। ভিডিয়োতে দেখা যায়, কেবল কয়েকজন নিরাপত্তারক্ষীর ঘেরাটোপে গাড়ি থেকে নেমে সোজা সামরিক চপারে উঠে দেশ ত্যাগ করেন পঞ্চমবার জয়ী বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সঙ্গে চপারে ওঠেন বোন রেহেনা। গণভবনে বিক্ষোভকারীদের উল্লাসের বিভিন্ন মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কোনটিতে দেখা যাচ্ছে, গণভবনের ভিতর লেকে নৌকাবিহার করছে বিক্ষোভকারীরা। আবার গণভবনের ভিতর ডাইনিং রুমে বসে চিকেনের ঠ্যাং চিবোচ্ছে উল্লসিত জনতা।

কেউ আবার গণভবনের ভিতর থেকে হাস নিয়ে বেরোচ্ছে তো শেখ হাসিনার শাড়ি নিয়ে বেরোচ্ছে। বাদ যায়নি হাসিনার বাসভবনের পাখাও। প্রায় দু-মাস ধরে টানা অশান্তির পর অবশেষে পতন হল হাসিনা সরকারের। রবিবার থেকে দ্বিতীয় দফায় টানা অশান্তির পর অবশেষে সোমবার গণভবনের দখল নেয় বিক্ষুব্ধ জনতা। তারপরই সেনাপ্রধান ও রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করে প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দেন শেখ হাসিনা। শুধু ইস্তফা দেওয়া নয়, একেবারে গোপনে দেশ ছাড়েন তিনি। অন্যদিকে, গণভবনে ঢুকে তাণ্ডব চালানো থেকে মুক্তিযোদ্ধার নায়ক বঙ্গবন্ধুর মূর্তি পর্যন্ত ভাঙার চেষ্টা করে বিক্ষুব্ধরা। যা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। গণভবনের লনে ঘুরে বেড়াচ্ছে মানুষ। সুইমিং পুলে শুধুই ভিড়।

 

বাড়ির ভিতরে রয়েছে সাজানো কাঠের নৌকা। তাও নিয়ে বেরিয়ে পড়েছে। চেয়ার, টেবিল, চাদর, সোফা সবকিছু নিয়ে চলে যাচ্ছে। কেউ আবার হাতে করে তুলে নিয়ে চলে এসেছেন বালিশ, তোষক। গণভবনে ঢুকে কার্যত তছনছ চলছে। মুক্তিযুদ্ধের নায়ক বঙ্গবন্ধুর মূর্তিতে চালানো হয়েছে হাতুড়ি। বাংলাদেশের সবথেকে সংরক্ষিত এলাকা যেটি, যে ভবন থেকে দেশ পরিচালিত হয়, প্রধানমন্ত্রীর সেই বাসভবনের নাম গণভবন। বেলা যত বাড়ছে, সেখানে বাড়ছে মানুষের ভিড়। স্লোগানে স্লোগানে মুখর হাসিনার বাসভবন। কেউ শাড়ি তুলে নিয়ে চলে আসছেন, কারও হাতে আবার হাসিনার বাড়ির পুকুরে চড়ে বেড়ানো রাজহাঁস। ধানমণ্ডির বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান স্মৃতি জাদুঘরে আগুন দিল বিক্ষোভকারীরা।  আওয়ামি লিগের ধানমণ্ডি এবং ঢাকা জেলা কার্যালয়ে ভাঙচুর, আগুন। বাংলাদেশে গণঅভ্যুত্থানে ভারতের সীমান্তগুলিতে সতর্কতা বিএসএফের। বন্ধ আমদানি-রপ্তানি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *