Bangla24x7 Desk : খনি দুর্নীতি মামলায় প্রবল অস্বস্তিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশন রিপোর্ট পেশ করার পর থেকেই আশঙ্কা তৈরি হয়েছে, খারিজ হয়ে যেতে পারে তাঁর বিধায়ক পদ। এই পরিস্থিতির সুবিধা নিয়ে বিজেপি তাঁর সরকারে থাকা বিধায়কদের যাতে সরিয়ে না নিতে পারে, তাই তাঁদের নিয়ে প্রতিবেশী রাজ্য ছত্তিশগড়ে যাচ্ছেন হেমন্ত। অন্যদিকে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু ঘিরে অগ্নিগর্ভ ঝাড়খণ্ড। এই পরিস্থিতিতে সরকার বাঁচাতে ভিনরাজ্যের দ্বারস্থ মুখ্যমন্ত্রী।

গত শনিবারই শোনা গিয়েছিল, ঝাড়খণ্ড ছেড়ে কংগ্রেস শাসিত ছত্তিশগড়ের রায়পুরের হোটেলে উঠবেন হেমন্ত ও তাঁর সরকারের জেএমএম-কংগ্রেস জোটের বিধায়করা। কিন্তু শেষ পর্যন্ত সেদিন তাঁরা রাজ্য না ছাড়লেও মঙ্গলবার দুটি বাসে তাঁদের রাঁচি বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা হতে দেখা গিয়েছে। বিমানবন্দরে একটি চাটার্ড বিমানকেও দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। মনে করা হচ্ছে, ওতেই সম্ভবত রাজ্য ছাড়বেন বিধায়করা।

সূত্রানুসারে , মহারাষ্ট্রের পথে হেঁটে ঝাড়খণ্ডে একই ‘খেলা’ খেলতে পারে বিজেপি। এই আশঙ্কায় কাঁটা হয়ে রয়েছেন হেমন্ত সোরেন। তাই এই রাজ্য ছাড়ার সিদ্ধান্ত। এর আগে শনিবার রাঁচি থেকে ৩০ কিমি দূরে খুন্তি নামের একটি স্থানে ব্যাগপত্তর নিয়ে হাজির হয়েছিলেন সোরেন ও অন্যরা। এবার তাঁরা রায়পুরে গিয়ে মেফেয়ার রিসর্টে উঠবেন, এমনটাই জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *