Bangla24x7 Desk : পঞ্চায়েত জিততে ক্রিকেটের ২২ গজের ক্রিজে স্টেপ আউট ছক্কা হাঁকানোর কায়দায় আরও একবার বিরোধীদের বল সীমানার ওপারে ফেলতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের সর্বশেষ এই ‘পিডিএস’ পরিকল্পনা নিয়ে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

রাজ্যের সাধারণ, গরিব, মধ্যবিত্ত মানুষের কাছে নানা সরকারি পরিষেবা পৌঁছে দিতে আগামী ৯ ফেব্রুয়ারী বিশেষ কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের ২৯৪ টি বিধানসভার শহর ও গ্রামীণ এলাকায় একযোগে এই পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বা পিডিএস অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাওড়ার পাঁচলা থেকে রাজ্যব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করবেন।

সেই সঙ্গে রাজ্যের ২৯৪টি বিধানসভার এই কর্মসূচিতে অংশ নিয়ে উপভোক্তাদের হাতে তা  তুলে দেবেন শাসক দলের ওই এলাকার বিধায়করা। যে সব বিধানসভায় তৃণমূলের বিধায়ক নেই সেখানে বিডিও র উপস্থিতিতে দলের পুরপ্রধান ও পঞ্চায়েত প্রধানরা এই দায়িত্ব পালন করবেন। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘আমার বিধানসভা কেন্দ্র খড়দহের গ্রামীণ ও শহর এলাকায় দু’টি কর্মসূচি হবে। একই সময়ে কর্মসূচি হওয়ার কারণে আমি গ্রামীণ এলাকায় উপস্থিত থাকব। মুখ্যমন্ত্রীকে তা জানিয়ে দিয়েছি।’ একই অবস্থা বরানগরের বিধায়ক তাপস রায়ের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *