Bangla24X7 Desk : সম্ভবত সরকার গঠন নিয়ে মেঘালয়ে যাবতীয় নাটকের অবসান হল। গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা দাবি করেছিলেন বিধানসভা নির্বাচনে তৃণমূল ৫টি আসন পেলেও বিজেপি এবং এনপিপি ছাড়া বাকি বিরোধী দলগুলিকে নিয়ে সরকার গড়ার দিকে এগোচ্ছে তারা। যদিও রবিবার রাতে অন্যদিকে মোড় অঙ্ক। সরকার গড়তে আরও ২ দলের সমর্থন পেয়ে যান কনরাড সাংমার নেতৃত্বাধীন ন্যাশনাল পিপলস পার্টি। কনরাডের দলকে সমর্থনের কথা জানায় ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি এবং পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট । সব মিলিয়ে খুব শিগগির আনুষ্ঠানিক ভাবে সরকার গঠন করতে চলেছেন কনরাড। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জানা গিয়েছে ইউডিপি এবং পিডিএফ ফ্রন্ট চিঠি লিখে কনরাডকে সমর্থনের কথা জানিয়েছে। যার পর দুই দলকে ধন্যবাদ জানিয়ে এনপিপি নেতা টুইট করেন, “স্থানীয় দলগুলির সমর্থন মেঘালয়কে আরও শক্তিশালী করবে। আগেই এনপিপিকে সমর্থনের কথা জানিয়েছে বিজেপি, হিলস স্টেট পিপলস ডেমোক্রেটিক পার্টি । সমর্থন জানিয়েছেন ২ জন নির্দল বিধায়ক। ফলে জোট সরকার গড়তে কোনও রকম বাধা রইল না এনপিপি-র। এনপিপি জেতে ২৬টি আসন। ইউডিপি দখল করে ১১টি আসন। বিজেপি, এইচএসপিডিপি, পিডিএফ জিতেছে ২টি করে আসন পায়। এনপিপিকে সমর্থন জানিয়েছেন আরও ২ নির্দল বিধায়ক। সবমিলিয়ে বর্তমানে এনপিপি জোটে রয়েছেন ৪৫ জন বিধায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *