Bangla24x7 Desk : কলকাতার পর এবার হুগলি। ‘নতুন’ তৃণমূলের আবির্ভাব নিয়ে ফের বিতর্কিত পোস্টার পোলবার চৌতারায়। পোস্টারে লেখা – ‘আগামী ৬ মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল’। এই পোস্টারকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই রীতিমতো রাজনৈতিক বিতর্ক ছড়াল পোলবায়।
অভিষেক বন্দোপাধ্যায়ের ছবি সহ ফ্লেক্সের ভিতর একটি জায়গায় আবার লেখা রয়েছে – ভারত মাতা কি জয়। রাত্রে কে বা কারা চৌতারা অঞ্চলে এই ফ্লেক্সগুলি টাঙিয়ে দিয়েছে, সে সম্পর্কে তা স্থানীয়রা অন্ধকারে , কেউই কিছু বলতে পারছেন না। কিন্তু রবিবার এই পোস্টার প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলের রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
বিজেপি নেতৃত্বের একাংশের মতে, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলাফল। তবে হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় পোস্টার প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূলকে কটাক্ষ করে বলেন, ”পুরনো চোরদের বিদায় হচ্ছে, নতুন চোরেরা ঢুকছে। পুরো তৃণমূলই দুর্নীতিগ্রস্ত।” তাঁর মতে, নতুন-পুরনো সব একই, শুধু লেবেল চেঞ্জ হয়েছে। এহেন বিতর্কিত পোস্টার কাণ্ডে রীতিমতো ক্ষুব্ধ তৃণমূল বিধায়ক অসিত মজুমদার।