Bangla24x7 Desk : আদালতে একাধিক শারীরিক সমস্য়ার কথা বলেও রেহাই মিলল না। গরু পাচার কেলেঙ্কারিতে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার অনুব্রত মণ্ডলকে ১০ দিনের হেফাজতের নির্দেশ দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। বৃহস্পতিবার সকালে তাঁকে বোলপুরের বাড়ি থেকে গ্রেপ্তার করার পর বিকেলে পেশ করা হয় আসানসোলের আদালতে। এজলাসে তাঁর আইনজীবী জামিনের আবেদনই জানাননি। অনুব্রত নিজে কাঠগড়ায় দাঁড়িয়ে নানা সমস্যার কথা বলে বিবেচনার কথা বলেন। কিন্তু তাতেও সিবিআই হেফাজত এড়ানো সম্ভব হল না।
বোলপুরের বাড়ি থেকে অনুব্রতকে কুলটির ইসিএলের গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে আদালতে নিয়ে যাওয়া হয়। গরুপাচার মামলায় ১০ বার অনুব্রতকে তলব করে সিবিআই। তার মধ্যে ৯ বারই হাজিরা এড়ান তৃণমূল জেলা সভাপতি। অসুস্থতার কথা বলে গতকালও হাজিরা এড়ান অনুব্রত। কলকাতা এলেও সিবিআইয়ের মুখোমুখি হননি তিনি। গরুপাচার মামলায় ইতিমধ্যেই গ্রেফতার অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন।