Bangla24x7 Desk : জেল কর্তৃপক্ষের আবেদনে সাড়া আদালতের। এবার সশরীরে নয় ভারচুয়ালি আদালতে হাজিরা দিতে পারবেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। জানা গিয়েছে , মন্ত্রীর নিরাপত্তার স্বার্থেই ভারচুয়ালি শুনানির আরজি জানানো হয়েছিল। তাতেই মিলল সম্মতি। আগামী ৩১ আগস্ট জেল থেকে ভারচুয়ালি আদালতে হাজিরা দেবেন তিনি। সোমবার জেল কর্তৃপক্ষের তরফে বলা হয়, “সশরীরে হাজিরা হলে নিরাপত্তা এবং আইনশৃঙ্খলার গুরুতর সমস্যা দেখা দিতে পারে। সেই কারণে পার্থ ও অর্পিতাকে ভারচুয়াল হাজিরার অনুমতি দিলে সুবিধা হয়।” সেই আবেদন বিবেচনা করে ভারচুয়াল শুনানিতে সম্মতি দিয়েছে আদালত।
এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেপ্তারির পর থেকে একাধিকবার তাঁদের হাসপাতালে ও আদালতে নিয়ে যাওয়া হয়েছে। প্রতিক্ষেত্রে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে তাঁদের নিয়ে যাওয়া হয়েছে। তা সত্ত্বেও চলতি মাসের শুরুতে জোকা ইএসআই হাসপাতালে এক মহিলা জুতো ছুঁডে়ছিলেন পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে। আদালতে তোলা ও হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও বারবার বিশৃঙ্খল পরিস্থিতিও তৈরি হয়েছে। ফলে পার্থ-অর্পিতার নিরাপত্তা নিয়ে সংশয় ছিল। সেই কারণে প্রেসিডেন্সি জেলের তরফে আদালতে ভারচুয়াল শুনানির আরজি জানানো হয়।