Bangla24x7 Desk : অনুব্রত মণ্ডলকে লক্ষ্য করে ফের ‘গরু চোর’ স্লোগান। এসএসকেএম হাসপাতালের পর শনিবার আবারও আসানসোলের ইসিএল গেস্ট হাউসের সামনে বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে লক্ষ্য করে ‘গরু চোর’ স্লোগান দেন আমজনতা। এদিকে, আসানসোল আদালতে পৌঁছনোর আগে বিচারক রাজেশ চক্রবর্তীর এজলাসে জামিনের আবেদন অনুব্রত মণ্ডলের আইনজীবীর।
শনিবার ভোর প্রায় পাঁচটা নাগাদ নিজাম প্যালেস থেকে বের করে তাঁকে কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিজাম প্যালেস থেকে বেরনোর সময় তদন্তে অসহযোগিতার অভিযোগ খারিজ করেন অনুব্রত। কোনও বেআইনি সম্পত্তি তাঁর নেই বলেও দাবি করেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। স্বাস্থ্য পরীক্ষার পর সড়কপথে আসানসোল বিশেষ আদালতে নিয়ে যাওয়া হয় তাঁকে। মাঝে অনুব্রতকে ইসিএলের গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয় অনুব্রতকে। সেখানে মধ্যাহ্নভোজ সারেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি।
গেস্ট হাউস থেকে বেরনোর সময় তাঁকে লক্ষ্য করে ‘গরু চোর’ স্লোগান দেওয়া হয়। বেলা ১২টা ৫০ মিনিটে আদালতে পৌঁছন তিনি। সেখানেও অনুব্রতকে লক্ষ্য করে ‘গরু চোর’ স্লোগান দেওয়া হয়। পালটা ‘কেষ্ট মণ্ডল জিন্দাবাদ’ বলে স্লোগান দিতে দেখা যায় তৃণমূল কর্মী-সমর্থকদের।