Bangla24x7 Desk : গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদি। সূত্রের খবর, বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন তিনি। মঙ্গলবার রাতে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। বুধবার তাঁকে আহমেদাবাদের ইউ এন মেহেতা হাসপাতালে ভরতি করা হয়েছে। যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। উদ্বেগের কোনও কারণ নেই।

প্রধানমন্ত্রীর মা এবছরই ১০০ বছর বয়স পূর্ণ করেছেন। স্বাভাবিকভাবেই বিভিন্ন ধরনের রোগ বাসা বেঁধেছে তাঁর শরীরে। সূত্রের খবর, মঙ্গলবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। যদিও হীরাবেন মোদির ঠিক কী সমস্যা হয়েছে, সেটা এখনও জানা যায়নি। তবে, পরিবার সূত্রে জানানো হয়েছে উদ্বেগের কোনও কারণ নেই। এর আগেও একাধিকবার তাঁকে একইভাবে হাসপাতালে ভরতি করতে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *