Bangla24x7 Desk : গুরুতর অসুস্থ , প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীকে রাতেই ভর্তি নিল AIIMS। সূত্রের খবর, বুধবার রাতে হঠাৎ তিনি অসুস্থবোধ করায় তড়িঘড়ি দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সে ভর্তি করানো হয় তাঁকে। সূত্রের খবর, বুধবার রাতে হঠাৎ তিনি অসুস্থবোধ করায় তড়িঘড়ি দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সে ভর্তি করানো হয় তাঁকে। চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন ৯৬ বছর বয়সি বিজেপি নেতা। হাসপাতালের তরফে তাঁর অসুস্থতা সম্পর্কে বিশেষ কোনও তথ্য জানানো না হলেও, বর্তমানে প্রবীণ বিজেপি নেতা গেরিয়াট্রিক বিভাগে ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে খবর। বয়সজনিত কারণে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন লালকৃষ্ণ আদবাণী।
১৯২৭ সালের ৮ নভেম্বর পাকিস্তানের করাচিতে লালকৃষ্ণ আডবাণীর জন্ম। ১৯৮০ সাল থেকে তিনি বিজেপির সভাপতি পদে ছিলেন। প্রায় তিন দশক লম্বা রাজনৈতিক কেরিয়ারে বহু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। ১৯৯৯ থেকে ২০০৪ সালের মধ্যে অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রীও হয়েছিলেন আডবাণী। ২০২৪ সালের শুরুতেই ভারত সরকারের তরফ থেকে তাঁকে ভারতরত্ন দেওয়া হয়। শারীরিক ভাবে দুর্বল হওয়ায় আডবাণীর বাড়িতে গিয়ে তাঁর হাতে ভারতরত্ন তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একাধিক দফায় বিজেপির সভাপতি ছিলেন লালকৃষ্ণ আদবাণীর। ১৯৮৬ সাল থেকে ১৯৯০ সাল, ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল, ২০০৪ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিজেপি সভাপতি ছিলেন তিনি। উল্লেখ্য, দিন কয়েক আগেও বর্ষীয়ান বিজেপি নেতার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরে আডবাণীর বাসভবনে যান মোদি। বিশেষজ্ঞদের অনুমান ছিল, প্রথমবার জোট সরকার সামলাতে হবে মোদিকে। সেই জন্যই প্রবীণ নেতাদের পরামর্শ নিতে গিয়েছেন প্রধানমন্ত্রী।