Cuckoo Bird Spring Season : কোকিল শুধুমাত্র বসন্ত ঋতুতে কেন ডাকে ? পিছনে আশ্চর্য কারণ!

Bangla24x7 Desk: Cuckoo Bird Spring Season : কোকিল শুধুমাত্র বসন্ত ঋতুতে কেন ডাকে ? পিছনে আশ্চর্য কারণ! গাছে গাছে শিমুল পলাশের ধারা , দক্ষিণা বাতাসের সাথে দোলের রঙিন আমেজ – কিছু দেখলেই বোঝা যায় যে বসন্ত এসে গেছে। কিন্তু আরেকটি কারণ দেখা গেলেও বলা ভালো শোনা গেলেও জানা যায় যে বসন্তকাল আগত। সেটি হল কোকিলের কুহু কুহু কন্ঠে ডাক। আচ্ছা কখনো একটা জিনিস ভেবে দেখেছেন ? কোকিল তো সারা বছরই থাকে কিন্তু কেন বসন্ত কালেই কোকিলের ডাক শোনা যায় ? তাহলে কি সারা বছর কোকিল ডাকে না! না! সেটা কোন কারণ নয়। তবে এর পেছনে রয়েছে অন্য এক কারণ। সেটা হল বসন্তকাল কোকিলের প্রজনন ঋতু।

বসন্তের উষ্ণতা এবং মনোরম প্রাকৃতিক সৌন্দর্য্যের মাঝে নারী কোকিলকে আকৃষ্ট করে পুরুষ কোকিল। পুরুষ কোকিল এই সময়ে তার সঙ্গীকে আকর্ষণ করে। প্রকৃতির কি অপরুপ সৃষ্টি , একটা পুরুষ কোকিল তার সুরেলা কন্ঠ দিয়ে নারী কোকিলকে আকৃষ্ট করে। কাছে যেতে আহ্বান করে। বসন্ত ঋতুতে কোকিলের ডাক শোনা যায় তার একটাই কারণ , অন্য ঋতুতে শীত বা বর্ষায় কোকিলের ডাক কম শোনা যায়। তবে কিছু এলাকায় কোকিল শীত অথবা বর্ষায় কোকিলের ডাক শোনা গেলেও বসন্ত কালেই কোকিলের ডাক সুগম হয়ে থাকে। পুরুষ কোকিল এই সময়ে তার সঙ্গীকে আকর্ষণ করে। প্রকৃতির কি অপরুপ সৃষ্টি , একটা পুরুষ কোকিল তার সুরেলা কন্ঠ দিয়ে নারী কোকিলকে আকৃষ্ট করে। কাছে যেতে আহ্বান করে।

Cuckoo Bird Spring Season : কোকিল শুধুমাত্র বসন্ত ঋতুতে কেন ডাকে ? পিছনে আশ্চর্য কারণ!

Read More : AI Gmail Search : আপনার জরুরী ই-মেল খুঁজে দিতে ‘গেমচেঞ্জার’ এআই সার্চ অপশন

প্রকৃতির কি অপরুপ সৃষ্টি , একটা পুরুষ কোকিল তার সুরেলা কন্ঠ দিয়ে নারী কোকিলকে আকৃষ্ট করে। কাছে যেতে আহ্বান করে। বসন্ত ঋতুতে কোকিলের ডাক শোনা যায় তার একটাই কারণ , অন্য ঋতুতে শীত বা বর্ষায় কোকিলের ডাক কম শোনা যায়। তবে কিছু এলাকায় কোকিল শীত অথবা বর্ষায় কোকিলের ডাক শোনা গেলেও বসন্ত কালেই কোকিলের ডাক সুগম হয়ে থাকে। বসন্তের উষ্ণতা এবং মনোরম প্রাকৃতিক সৌন্দর্য্যের মাঝে নারী কোকিলকে আকৃষ্ট করে পুরুষ কোকিল। পুরুষ কোকিল এই সময়ে তার সঙ্গীকে আকর্ষণ করে।