Bangla24x7 Desk : দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে Cyclone ! ‘ম্যানদৌস’ নিয়ে আশঙ্কায় প্রশাসন। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ধীরে ধীরে ঘনীভূত হওয়া নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে এই নাম দেওয়া হবে বলেই আবহাওয়া দফতর সূত্রে খবর। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুগভীর নিম্নচাপ বুধবার দিনেই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
কিন্তু কী অর্থ ‘মনদৌস’ শব্দটির? আরবি ভাষায় ‘মনদৌস’ শব্দের অর্থ ‘গয়নার বাক্স’। কিন্তু এই ‘গয়নার বাক্স’ খোলা হলে তা শুভ কিছু ঘটাবে না বলেই আশঙ্কা আবহবিদদের। কোনও ঘূর্ণিঝড় তৈরি হলে কোনও না কোনও দেশ এই ঘূর্ণিঝড়ের নামকরণ করে। সেই পর্যায়ক্রমেই ‘মনদৌস’ নামকরণটি করেছে সংযুক্ত আরব আমিরাশাহি। নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে, তবেই এই নাম কার্যকর হবে।