Bangla24x7 Desk : এবার ভোটের মধ্যেই বাংলার জন্য ঘূর্ণিঝড় সতর্কতা। সেই একই দিন , প্রায় একই সময়। এবার আবারো সেই ২৬ মে রবিবার ইয়াসের স্মৃতি উসকেই দুর্যোগের হাতছানি। এবার বাংলায় ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবারই অর্থাৎ ২৫ শে মে দুই ২৪ পরগণা সহ পূর্ব মেদিনীপুরে বইবে দমকা ঝোড়ো হাওয়া , বজ্র-বিদ্যুৎ সহ ব্যপক দুর্যোগের পূর্বাভাস। উত্তাল হবে সমুদ্র , উপকূলীয় এলাকা গুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস।
ইতিমধ্যেই প্রাকৃতিক দুর্যোগকে ঘিরে প্রশাসনিক তরফে সতর্কতা নেওয়া হয়েছে। সাইক্লোন মোকাবিলায় শুরু হয়েছে জরুরি বৈঠক। উপকূলীয় এলাকায় শুরু হয়েছে মাইকিং। ফ্রেজারগঞ্জ , বকখালি সহ পর্যটন কেন্দ্রগুলিতে চলছে লাগাতার সতর্কতামূলক প্রচার। পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে প্রশাসনের তরফে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দমকা হাওয়া , সঙ্গে বজ্র-বিদ্যুৎ সহ ব্যপক ঝড়বৃষ্টির পূর্বাভাস। ভাঙবে নদীবাঁধ , সমুদ্রে তীব্র জলোচ্ছ্বাসের আশঙ্কা। দুর্যোগে কার্যত লণ্ডভণ্ড হতে পারে উপকূলীয় এলাকা সহ বাংলা।
ইতিমধ্যেই আকাশে দেখা দিয়েছে কালো মেঘের আনাগোনা , শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি। জানিয়ে রাখি , রবিবারই ষষ্ঠ দফা নির্বাচন , রবিবার বিকালেই বাংলার কাছাকাছি আসতে পারে তীব্র ঘূর্ণিঝড় ‘রেমাল। যদিও ঘূর্ণিঝড় আসার আগে তার প্রভাবে বৃষ্টিপাতে লোকসভা নির্বাচনে ষষ্ঠ দফা ভেস্তে যাবার আশঙ্কাও রয়েছে। ইয়াসের ক্ষতবিক্ষত রোমহর্ষক তাণ্ডবলীলার স্মৃতি আজও কাঁটার ন্যায় গেঁথে রয়েছে সুন্দরবনবাসী তথা বঙ্গবাসীর মনে। তারপর আবারও সেই ধ্বংসাত্মক স্মৃতি উস্কে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল।