Bangla24x7 Desk : বামেদের ২৫ বছরের থেকে ত্রিপুরার বেশি ক্ষতি করেছে বিজেপির পাঁচ বছর। ভোটমুখী রাজ্যে দাঁড়িয়ে গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের অভিযোগ, ত্রিপুরাবাসী ডবল ইঞ্জিন সরকারের ফাঁদে পা দিয়েছে। তিনি বলছেন, ভাঁওতাবাজ বিজেপিকে যোগ্য জবাব দেওয়ার সময় এসে গিয়েছে।
শুক্রবার ত্রিপুরার কমলপুরে অভিষেকের সভা আটকানোর জন্য বিজেপি মরিয়া চেষ্টা করেছিল বলে অভিযোগ করেছে তৃণমূল। তাঁদের অভিযোগ, হঠাৎ করেই অভিষেকের সভার জায়গা পরিবর্তন করে দেওয়া হয়েছে। গাড়ি ব্যবসায়ীদের ভয় দেখানো হয়েছে যাতে সভায় যেতে গাড়ি না দেয়। তৃণমূল সমর্থকদের হুমকিও দেওয়া হয়েছে। তা সত্ত্বেও সেরাজ্যে জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, “সিপিএম আমলে এক জঘন্য পরিস্থিতি তৈরি হয়েছিল ত্রিপুরায়। কিন্তু তার থেকেও ক্ষতি গত ৫ বছরে বিজেপির ডবল ইঞ্জিন সরকার করেছে। মানুষ বিজেপির ফাঁদে পা দিয়েছে। আইনশৃঙ্খলা থেকে শুরু করে অর্থনীতি, পাঁচ বছরে সব ক্ষেত্রে পিছিয়ে দিয়েছে বিজেপি।”
বিজেপির পরাজয়ের সঙ্গে এ বার মূল্যবৃদ্ধির সম্পর্ক টানলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরার কমলপুরে প্রচারে গিয়ে উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, “বিজেপিকে হারান, দেখবেন মূল্যবৃদ্ধি কমে গিয়েছে।” নিজের বক্তব্যের ব্যাখ্যায় তিনি জানান, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে হারার পরেই ত্রিপুরায় পেট্রল-ডিজেলের দাম কমিয়ে দিয়েছিল বিজেপি সরকার। ২০১৭ সালে রাজ্যে ক্ষমতাসীন বামফ্রন্টকে হারিয়ে সরকার গড়ে বিজেপি। মুখ্যমন্ত্রী হন বিপ্লব দেব। ২০২২ সালে মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁকে সরিয়ে মুখ্যমন্ত্রী করা হয় মানিক সাহাকে। নানা বিতর্কিত মন্তব্য করে একাধিক বার সংবাদ শিরোনামে আসা বিপ্লবকে বিজেপি বাধ্য হয়েই সরিয়ে দিল কি না, তা নিয়ে সে সময় প্রশ্ন উঠেছিল। অভিষেক সে দিকেই ইঙ্গিত করতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে।