Bangla24x7 Desk : বঙ্গের গেরুয়া শিবিরের দুই নেতাকেই রাজধানী দিল্লির মিউসিপ্যাল কর্পোরেশন (এনডিএমসি) নির্বাচনে প্রচারের কাজ করার জন্য বেছে নেওয়া হয়েছে। জনসভা তো বটেই , রোড-শো করবেন দিলীপ-লকেট। বৃহস্পতিবার থেকে লকেটের প্রচার শুরু করার কথা। দু’টি জনসভা ও একটি রোড-শো করবেন এদিনই। বঙ্গ বিজেপির ক্ষমতাসীন গোষ্ঠীর তাঁদের নিয়ে সমস্যা থাকলেও, কেন্দ্রীয় নেতৃত্বের পছন্দের তালিকায় রয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
বাংলার বাকি সাংসদদের মধ্যে এই দুই নেতাকেই দিল্লির পুরভোটের প্রচারে বেছে নেওয়া প্রসঙ্গে দিল্লি বিজেপি এক নেতা বলেন, “দিলীপ ও লকেটের পরিচিতি রয়েছে। বাঙালিরা তাঁদের চেনে, আর বাংলার পাশাপাশি হিন্দিতেও এঁরা সড়গড়।” বঙ্গ বিজেপির বাকি নেতাদের তাহলে কি কোনও পরিচিতি নেই ? এই প্রশ্নের উত্তর অবশ্য সেই কেন্দ্রীয় নেতা হেসে এড়িয়ে গিয়েছেন। জানা গিয়েছে, ২৭ নভেম্বর পর্যন্ত টানা চারদিন প্রচার করবেন লকেট।
১ ডিসেম্বর প্রচার কর্মসূচি রয়েছে তাঁর। লকেটের প্রথম দফার প্রচার শেষ হওয়ার পর দিলীপের প্রচার শুরু হবে ২৮ নভেম্বর থেকে। চলবে টানা তিনদিন ৩০ নভেম্বর পর্যন্ত। বঙ্গ বিজেপি থেকে জনা কুড়ি সাংগঠনিক নেতাকে দিল্লির পুর নির্বাচনের কাজে ব্যবহার করা হবে বলেই ঠিক হয়েছে। গুজরাটে দু’দফায় বিধানসভা নির্বাচনের মধ্যেই ৪ ডিসেম্বর দিল্লি পুরসভার ২৫০ ওয়ার্ডে ভোট। ফলপ্রকাশ ৭ ডিসেম্বর। হিমাচল প্রদেশ ও গুজরাটের ভোটগণনা ও ফলপ্রকাশ ৮ ডিসেম্বর। নিজেদের হাতে থাকা দিল্লি পুরসভা ধরে রাখতে মরিয়া বিজেপি।