Bangla24x7 Desk : গরুপাচার মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে বড়সড় ধাক্কা খেলেন অনুব্রত মণ্ডল। ইডির আবেদনেই মান্যতা দিল আদালত। জানানো হয়েছে , অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারবে ইডি। কিন্তু কেন দিল্লি নিয়ে যাওয়ার প্রবণতা ইডির? তা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। প্রশ্ন তুললেন কেন্দ্রের সঙ্গে তদন্তকারী সংস্থার আঁতাত নিয়ে। গরু পাচার মামলায় তদন্তের প্রয়োজনে অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে চেয়েছিল ইডি , দিল্লির রাউজ এভিনিউ আদালতে আবেদন দাখিল করেছিলেন ইডির তদন্তকারী আধিকারিকরা।
গরু পাচার মামলায় ইতিমধ্যেই দিল্লিতে রয়েছে অন্যতম অভিযুক্ত এনামুল হক। তিহার জেলে রয়েছেন অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী তথা অন্যতম অভিযুক্ত সায়গল হোসেন। মামলার জট ছাড়াতে তিনজনকে মুখোমুখি বসিয়ে জেলার পরিকল্পনা করছেন ইডির আধিকারিকরা। ১৯ ডিসেম্বর অর্থাৎ সোমবার রাউস অ্যাভিনিউ কোর্টের তরফে জানানো হয়েছে, ইডির তরফে তদন্তের স্বার্থে নিয়ে অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া যেতে পারে দিল্লিতে। সূত্রের খবর, যত দ্রুত সম্ভব ইডি আধিকারিকরা বীরভূমের দাপুটে তৃণমূল নেতাকে নিয়ে দিল্লি রওনা হবেন।