Bangla24x7 Desk : নির্দিষ্ট ড্রেস কোড থাকা সত্ত্বেও ‘বোরখা’ পরে আসার ফল। উত্তরপ্রদেশের মোরাদাবাদের হিন্দু কলেজের ঘটনা। কলেজের নির্দিষ্ট ড্রেস কোড থাকা সত্বেও, মহিলা পড়ুয়াদের একাংশ ‘বোরখা’ পরে আসায় তৈরি বিতর্ক। ড্রেস কোড অমান্য করার জন্য কলেজ কর্তৃপক্ষ ‘বোরখা’ পরা পড়ুয়াদের কলেজে ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ।
সূত্রের খবর, কয়েকদিন আগে কলেজের পক্ষ থেকে নির্দিষ্ট ড্রেস কোড মেনে কলেজে আসার জন্য নির্দেশিকা জারি করা হয়। কিন্তু সেই নির্দেশিকা অমান্য করে গত বুধবার পড়ুয়াদের একাংশ ‘বোরখা’ পরে কলেজে আসে। কলেজে প্রবেশের সময় বাধা দেওয়া তাদের। আর এই বাধাদানকে কেন্দ্র করে মোরাদাবাদের হিন্দু কলেজের চত্ত্বরে তৈরি হয় উত্তেজনা। এই ঘটনায় ছাত্র, কলেজের ছাত্র ইউনিয়ন এবং কলেজের অধ্যাপকদের মধ্যে হাতাহাতি হয় বলে অভিযোগ।
নির্দিষ্ট ড্রেস কোড না মানলে, কাউকে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন কলেজের অধ্যাপক এপি সিং। তিনি জানিয়েছেন, কয়েকদিন আগে নির্দিষ্ট ড্রেস কোড মেনে চলার জন্য নির্দেশিকা জারি করা হয়েছিল। তা সত্ত্বেও, তা না মানার প্রবণতা দেখা দিয়েছিল পড়ুয়াদের একাংশের মধ্যে। ড্রেস কোডে ‘বোরখা ’-কে অন্তর্ভুক্ত করার দাবি করেছে হিন্দু কলেজের ছাত্র ইউনিয়ন সমাজবাদী ছাত্র সভা। কলেজ কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছে তারা। সেই সঙ্গে স্মারকলিপিতে পড়ুয়াদের ‘বোরখা’ পরে আসার ব্যাপারে অনুমতি দেওয়ারও দাবি করা হয়েছে ইউনিয়নের তরফে।