Bangla24x7 Desk : বিশ্বকাপ জ্বরে কাবু গোটা বিশ্ব। মরুপ্রদেশ কাতারের মাটিতে সবুজ গালিচায় ঝড় তুলছেন বিশ্বের প্রতিভা সম্পন্ন ফুটবলাররা। তার মাঝে এবার ডায়মন্ড হারবারের আবহাওয়ায় ফুটবল জ্বরের উত্তাপ। আবারও ফুটবল জ্বরে কাঁপতে চলেছে ডায়মন্ড হারবার। হীরক বন্দরের আপামোর ক্রীড়াপ্রেমীকে ফুটবল জ্বরে কাঁপাতে শুরু হতে চলেছে ‘এমপি কাপ ২০২২’ ফুটবল টুর্নামেন্ট। প্রথম ম্যাচে মুখোমুখি সরিষার কামারপোল অঞ্চল এবং বজবজ ১। ‘হাই ভোল্টেজ’ ফুটবল ম্যাচ ঘিরে ডায়মন্ড হারবারে চড়ছে উত্তেজনার পারদ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ মুম্বাই খ্যাত সঙ্গীত শিল্পী মিকা সিংয়ের লাইভ প্রোগ্রাম।

এমপি কাপকে ঘিরে সাজো সাজো রব ডায়মন্ড হারবার জুড়ে। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। কয়েক হাজার আলোয় ইতিমধ্যেই সেজে উঠেছে ডায়মন্ড হারবার এসডিও ময়দান। ফ্লেস্ক , কাটআউটে মুড়ে ফেলা হয়েছে ডায়মন্ড হারবারের রাজপথ। নিরাপত্তার কারনে মাঠ সহ বিভিন্ন জায়গায় বসেছে সিসিটিভি। পাশাপাশি রয়েছে জায়েন্ট স্ক্রিন। নিরাপত্তার কারণে মাঠের চারিদিকে থাকছে রেলিং এর ব্যারিকেড।

উত্তেজনার পারদ যেমন চড়ছে তেমনি চড়ছে খেলোয়াড়দের অনুশীলনের পারদ। সকাল হোক দুপুর – খেলোয়াড়রা শুরু করেছেন জোড়কদমের প্রস্তুতি। কঠোর পরিশ্রম করে ঘাম ঝরাচ্ছেন সকলেই।  ২০১৭ সালে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিভিন্ন দলকে নিয়ে শুরু হয় ‘এমপি কাপ’ ফুটবল টুর্নামেন্টের।  সাংসদের নির্দেশে ইতিমধ্যেই সব ধরনের ব্যবস্থা হয়ে গিয়েছে। সাতটি বিধানসভার বিভিন্ন অঞ্চল এবং পুরসভার দল টুর্নামেন্টে অংশ নিয়েছে। লীগ কাম নকআউট পর্যায়ে হবে এই টুর্নামেন্ট। সাংসদের সাথে আলোচনা করেই সমস্ত পরিকল্পনার রূপরেখা প্রস্তুত করেছেন আয়োজক কমিটির সদস্যরা।

প্রসঙ্গত , সাম্প্রতিক সময়ে রাজনীতির ময়দানে একটাই শ্লোগান – ‘খেলা হবে। বলে রাখা ভাল , বছরখানেক আগে এই ১০ ডিসেম্বরই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার কনভয়ে হামলার অভিযোগ উঠেছিল এই ডায়মন্ড হারবারে। তারপর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। ঘটনাচক্রে এবার সেই দিনই শুরু এমপি কাপ। তবে ‘খেলা হবে’ শ্লোগান এখন রাজনীতির ময়দানের পরিধি ছেড়ে খেলার ময়দানেও ঢুকে পড়েছে। অভিষেকের উপস্থিতিতে ‘খেলা হবে !’ – আক্ষরিক অর্থে সে কথা বলাই যায়। এখন শুধুই মাঠে বল গড়ানোর অপেক্ষায় আপামর ক্রীড়াপ্রেমী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *