Bangla24X7 Desk : বেকারত্বের জ্বালায় পথে প্রতিবাদে চাকরীপ্রার্থীরা। নিয়োগের দাবিতে ধর্নায় চাকরীপ্রার্থীদের একাংশ। আদালতের নির্দেশের পরেও হয়নি নিয়োগ।,ধর্নার পাশাপাশি বড়সড় আন্দোলনে বঞ্চিত চাকরীপ্রার্থীরা। একদিকে যেমন রয়েছেন ৩০ থেকে ৩৫ বছরের চাকরিপ্রার্থীরা তেমনই রয়েছেন ৫০ থেকে ৫৫ বছরের চাকরিপ্রার্থীরাও। চাকরি না পাওয়ায় কপালে জুটেছে সামাজিক ব্যঙ্গ – জুটেছে লাঞ্ছনা। বেকারত্বের তীব্র জ্বালায় প্রাণ কার্যত ওষ্ঠাগত। রয়েছে আদালতের নির্দেশ , তারপরেও হয়নি নিয়োগ। উঠছে আদালত অবমাননার অভিযোগ।
বাধ্য হয়ে এবার বড়সড় আন্দোলনে প্রাথমিকের বঞ্চিত চাকরীপ্রার্থীরা। নিয়োগের দাবিতে রাস্তায় বসে ধর্নায় চাকরীপ্রার্থীদের একাংশ। দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবারের DPSC অফিসের সামনে নিয়োগের দাবিতে রাস্তায় বসে ধর্না দেন কয়েকশো চাকরীপ্রার্থী। দাবি একটাই – “নিয়োগ চাই”। চাই বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি। আন্দোলনে ২০০৯ দক্ষিন ২৪ পরগণা প্রাথমিকের বঞ্চিত যোগ্য প্রাথমিক শিক্ষক চাকরিপ্রার্থী মঞ্চের চাকরীপ্রার্থীরা।
রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতির কাঁটায় বিদ্ধ শাসক তৃণমূল কংগ্রেস। নিয়োগের দাবিতে রাস্তায় বসে আন্দোলনে বঞ্চিত যোগ্য চাকরিপ্রার্থীরা। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে একে একে ধরা পড়েছেন পার্থ–কুন্তল সহ মানিক-সুবীরেশ ভট্টাচার্যরা। তালিকায় রয়েছে আরও অনেকে। জালে আসবে অনেক রাঘববোয়াল। এমনই দাবি বিরোধী দলগুলির। আবার বকেয়া ডিএ দেওয়ার দাবিতে সরকারের বিরুদ্ধে সরব সরকারি কর্মচারী সংগঠন। সব মিলিয়ে কার্যত হাঁসফাঁস অবস্থা রাজ্য সরকারের। এরি মাঝে প্রাথমিক শিক্ষক চাকরিপ্রার্থী মঞ্চের চাকরীপ্রার্থীদের আন্দোলনে যথেষ্ট চাপে সরকার।