Bangla24X7 Desk : বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে প্রকাশিত বিকৃত OMR Sheet। OMR বিকৃতিতে কাউন্সিলরের চাকরি ? শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য। এবার গ্রুপ সি পদে ওএমআর শিট বিকৃতিতে তৃণমূল কাউন্সিলরের নাম। বিকৃত করে চাকরি পেয়েছেন ডায়মন্ড হারবারে তৃণমূল কাউন্সিলর অমিত সাহা। অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন মামলাকারীরা। বিচারপাতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একের পর এক নজিরবিহীন নির্দেশে কার্যত নাকানিচোবানি খেয়েছে রাজ্য সরকার। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মতো ৩৪৭৮ জন চাকরি প্রার্থীর তালিকা প্রকাশ করে এসএসসি। মামলার প্রেক্ষিতে প্রকাশিত হয়েছে OMR Sheet।
মামলাকারীদের অভিযোগ , হটুগঞ্জ গার্লস হাইস্কুলে গ্রুপ সি পদে কর্মরত অমিত সাহা। ডায়মন্ড হারবারে তৃণমূল কাউন্সিলর অমিত সাহা সাতটি প্রশ্ন অ্যাটেন্ড করেছিলেন , যার মাধ্যমে কারচুপি করেই ওই কাউন্সিলরের চাকরি হয়েছে। কাউন্সিলর ছাড়াও অমিত সাহা ডায়মন্ড হারবার তৃণমূল কংগ্রেসের আরো একটি পদে রয়েছেন বলেই দাবি। গ্রুপ সি নিয়োগ দুর্নীতিতে ডায়মন্ড হারবারের কাউন্সিলরের নাম জড়ানোয় কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী সিপিএম ও বিজেপি শিবির।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে কমপ্লেন সাবমিট করবে এসএসসি। পুরো বিষয় সামনে আসলে বিষয়টি আরো চরম আকারে আসবে বলে মত মামলাকারীদের। যদিও এসএসসি তরফে প্রকাশিত প্রায় ৩৫০ ওএমআর সিটে কোন ত্রুটি নেই বলেই জানা গেছে। বাকি একটি ওএমআর সিটে বিকৃতি রয়েছে বলেই মামলাকারীরা দাবি করেছেন। ডায়মন্ড হারবারের তৃণমূল কাউন্সিলর অমিত সাহা অবৈধভাবে হটুগঞ্জ গার্লস হাইস্কুলে গ্রুপ সি পদে চাকরি পেয়েছেন – অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন মামলাকারীরা।