Bangla24x7 Desk : কথা ছিল শীতবস্ত্র বিতরণ করার। সেই মতো পূর্ব নির্ধারিত কর্মসূচিও ছিল তাঁর। কিন্তু সেটা হল না। নিজে কিনে পাঠিয়েছিলেন ১৫ হাজার শীতবস্ত্র। কিন্তু হিঙ্গলগঞ্জে সভায় পৌঁছালই না তা।  সভা চলাকালীনই মঞ্চ থেকে শীতবস্ত্র প্রদানের কথা ঘোষণা করার পর খোদ মুখ্যমন্ত্রী জানতে পারলেন, শীতবস্ত্র আদৌ এসে পৌঁছয়নি সভাস্থলে। কথা দিয়েও রাখতে পারলেন না তিনি। চরম ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। সভা মাঝপথে থামিয়েই স্টেজে বসে পড়লেন তিনি। সরকারি আধিকারিকদের বললেন, “যতক্ষণ না শীতবস্ত্র আসছে, আপনারাও বসুন আমিও বসলাম।” নির্দেশমত হয়নি কাজ ! আধিকারিকদের উপর চটে লাল , ভাষণ বন্ধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, এরপর শীতবস্ত্র প্রদানের কথা বলেন। সভা শুরু মিনিট দশেকের মাথায় মুখ্য়মন্ত্রী বলেন, “আমি নিজে শীতবস্ত্র কিনে এনেছি। পাঁচ হাজার সোয়েটার, পাঁচ হাজার কম্বল আর পাঁচ হাজার চাদর। এটা যেন মানুষ ঠিক মতো পান। এগুলো যেন মানুষ ঠিক মতো পান।” কথা গুলো যখন বলছিলেন, মুখ্যমন্ত্রী দৃশ্যত আশা করেছিলেন. স্টেজেই সেগুলি দেখতে পাবেন। তা না দেখতে পেয়ে পিছন ঘুরে তিনি সরকারি আধিকারিকদের প্রশ্ন করেন, “এগুলো কোথায় রেখেছেন? কাকে দিয়েছেন? ১৫ হাজার কোথায় রেখেছেন?” একেবারে নজিরবিহীন ঘটনা ঘটল হিঙ্গলগঞ্জের সভায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *