District Name : আপনি কি জানেন বিভিন্ন জেলারও ডাকনাম রয়েছে !

Bangla24x7 Desk : District Name : আপনি কি জানেন বিভিন্ন জেলারও ডাকনাম রয়েছে ! আমাদের পশ্চিমবঙ্গে প্রায় ২৩ টি জেলা। উত্তর থেকে দক্ষিণ , পূর্ব থেকে পশ্চিম – সংস্কৃতি ও ঐতিহ্য ঠাসা আমাদের রাজ্য। দক্ষিণ ২৪ পরগনা হোক বা উত্তর ২৪ পরগনা , মুর্শিদাবাদ হোক বা বাঁকুড়া – উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ , সংস্কৃতির পীঠস্থান পশ্চিমবঙ্গ। তবে ২৩ টি জেলা থাকলেও আপনি কি জানেন কয়েকটি জেলার রয়েছে ডাক নাম। কি অবাক হচ্ছেন ? ডাকনাম তো মানুষের হয় , জেলার ও আবার ডাকনাম হতে পারে ? আসলে বেশ কিছু জেলা রয়েছে যাদেরকে আমরা বিভিন্ন নামে চিনি। কোন জেলাকে আমরা কি নামে চিনি আসুন জেনে নেওয়া যাক।

কোচবিহারকে আমরা চিনি সিটি অফ প্যালেস , মালদহকে আমরা চিনি সিটি অব ম্যাংগো। আলিপুরদুয়ার পরিচিত ল্যান্ড অফ ডোর , পশ্চিম বর্ধমান পরিচিত ইন্ডাস্ট্রিয়াল হার্ট ল্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল। বাঁকুড়া পরিচিত দ্য ল্যান্ড অফ রেড সয়েল। পূর্ব বর্ধমান পরিচিত রাইস বয়েল অফ ওয়েস্ট বেঙ্গল। শৈল রানী দার্জিলিংকে বলা হয় কুইন অফ হিলস। বীরভূম পরিচিত দ্য ল্যান্ড অফ রেড সয়েল নামে। হুগলি জেলার অপর নাম ল্যান্ড অফ কলোনিয়াল হেরিটেজ। জলপাইগুড়ি জেলা পরিচিত ল্যান্ড অফ টি নামে। হাওড়া পরিচিত ম্যানচেস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। কালিম্পং পরিচিত অর্কিড ক্যাপিটাল অফ ইস্টার্ন হিমালয়েস নামে।

District Name : আপনি কি জানেন বিভিন্ন জেলারও ডাকনাম রয়েছে !

Read More : Milk : গোরু , মহিষ ফেল ! সবচেয়ে বেশি পুষ্টিকর দুধ উৎপন্ন হয় ‘এই’ উড়ন্ত প্রাণীর দেহে !

পশ্চিম মেদিনীপুর পরিচিত ল্যান্ড অফ ফ্রিডম ফাইটার্স নামে। আমাদের তিলোত্তমা কলকাতা সিটি অফ জয়। পূর্ব মেদিনীপুর পরিচিত ল্যান্ড অফ বিচস। মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্মস্থান নদিয়া জেলা পরিচিত অক্সফোর্ড অফ ওয়েস্ট বেঙ্গল নামে। ইতিহাসের পীঠস্থান মুর্শিদাবাদ জেলা পরিচিত সিটি অফ নবাব নামে। আমাদের দক্ষিণ ২৪ পরগনা পরিচিত গেটওয়ে অফ দ্যা সুন্দরবন নামে। পার্শ্ববর্তী উত্তর ২৪ পরগনা পরিচিত দ্যা হেরিটেজ অফ কালচার। পাহাড়ে ভেড়া পুরুলিয়া জেলা পরিচিত ল্যান্ড অফ ছোউ এন্ড পলাশ নামে। আসলে পুরুলিয়ার ছৌ নৃত্য জগত বিখ্যাত। সীমান্তবর্তী উত্তর দিনাজপুর জেলা পরিচিত ল্যান্ড অফ সিল্ক জুট নামে। কোচবিহারকে আমরা চিনি সিটি অফ প্যালেস , মালদহকে আমরা চিনি সিটি অব ম্যাংগো। আলিপুরদুয়ার পরিচিত ল্যান্ড অফ ডোর , পশ্চিম বর্ধমান পরিচিত ইন্ডাস্ট্রিয়াল হার্ট ল্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল। বাঁকুড়া পরিচিত দ্য ল্যান্ড অফ রেড সয়েল। পূর্ব বর্ধমান পরিচিত রাইস বয়েল অফ ওয়েস্ট বেঙ্গল। শৈলরানী দার্জিলিংকে বলা হয় কুইন অফ হিলস। বীরভূম পরিচিত দ্য ল্যান্ড অফ রেড সয়েল নামে।