Bangla24x7 Desk : অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ অধিকারী পরিবারের। শান্তিকুঞ্জে অভিষেককে চা-চক্রে আমন্ত্রণ জানালেন দিব্যেন্দু। আমন্ত্রণকে কেন্দ্র করে রাজনৈতিক ‘হাওয়া বদলে’র ইঙ্গিত প্রকট। আমন্ত্রণে আদৌ সম্মতি দেবেন অভিষেক ? জল্পনা তুঙ্গে।
শান্তিকুঞ্জে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চা-চক্রে আমন্ত্রণ জানালেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। শান্তিকুঞ্জের একেবারে দোরগোড়ায় তৃণমূল কংগ্রেসের বিশাল সমাবেশ রয়েছে। আগামী ৩ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের কাঁথিতে আসবেন অভিষেক। কাঁথি প্রভাত কুমার কলেজের মাঠে করবেন জনসভা। সেই সভায় এলে তাঁকে চা খাওয়ার আমন্ত্রণ জানাবেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী।
হঠাৎ কেন তাঁকে চায়ের আমন্ত্রণ ? দিব্যেন্দুর দাবি , বাড়ির কাছে ১০০ মিটারের মধ্যে আসছেন অভিষেক। সেই কারণেই চা খেয়ে যাওয়ার আমন্ত্রণ জানাবেন। তাঁর আমন্ত্রণে অভিষেক সম্মতি দিলে খুশি হবেন তিনি। এরপর থেকেই শুরু হয়েছে নতুন জল্পনা। তবে কি ‘চায়ে পে চর্চা’য় জন্ম নেবে নয়া সমীকরণ ? প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল।
সম্প্রতি বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। সেই রেশ কাটতে না কাটতেই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চায়ের আমন্ত্রণ জানিয়ে রাখল অধিকারী পরিবার ! মুখ্যমন্ত্রীর সঙ্গে শুভেন্দুর সাক্ষাতের পরই এই আমন্ত্রণ রাজনৈতিক ‘হাওয়া বদলে’র সংকেতও যেন ক্রমে প্রকট করে দিচ্ছে।