Bangla24x7 Desk : “লোভ ভাল না , লোভ সংবরন করুন , ডাল ভাত তরকারি খেয়ে সন্তুষ্ট হওয়া যায় না ? খেতে কী লাগে ? মানুষের কতটুকু লাগে বাঁচার জন্য ? বাঁচার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু কাজে লাগান। দেখেছেন তো আমি ডাবগ্রামের তৃণমূল নেতাকে গ্রেপ্তার করিয়ে দিয়েছি। টাকা নিয়ে যদি কেউ সরকারি জায়গা দখলের অনুমতি দেন সেই এলাকার কাউন্সিলর গ্রেপ্তার হবেন।’’ – নবান্নের বৈঠকে দুর্নীতি ইস্যুতে নিজের দলকেই এবার কড়া হুঁশিয়ারি দিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে মুখ্যমন্ত্রী স্থানীয় বিভিন্ন কাউন্সিলরের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে বলেন, “যে কাউন্সিলরের এলাকায় এই সব হবে তাঁকে গ্রেপ্তার করতে হবে। ”

প্রসঙ্গত , জমি দখলের চেষ্টা ও খুনের হুমকির অভিযোগে ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকার জেলা তৃণমূলের শীর্ষনেতা তথা ব্লক তৃণমূল সভাপতি দেবাশিস প্রামাণিককে গ্রেপ্তার করে পুলিশ। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন তাঁর নির্দেশেই গ্রেপ্তার করা হয়েছে ওই তৃণমূল নেতাকে। দুর্নীতি ইস্যুতে ‘জিরো ট্রলারেন্স’ – শুধু কথায় নয় , এবার কাজে করে দেখালেন মুখ্যমন্ত্রী। গত সোমবার নবান্নের যেভাবে রণংদেহী মেজাজে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একই রকম মেজাজে বৃহস্পতিবারও দেখা গেল তাঁকে। ছেড়ে কথা বললেন না কাউন্সিলর থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিক – কাউকেই। বিশেষ করে কাউন্সিলদের উদ্দেশ্যে পরিষ্কার বলেই দিলেন , পুলিশ হকার বসালে তাঁকেও গ্রেফতার করা হবে, কাউন্সিলর এই কাজ করলেও তিনিও গ্রেফতার হবেন।

উল্লেখ্য , বৃহস্পতিবার নবান্নে জেলাশাসক , পুলিশ সুপার ও হকার ইউনিয়নের সদস্যদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্ব্যর্থহীন ভাষায় বুঝিয়ে বলেন, “লোভ ভাল না , লোভ সংবরন করুন। এক্ষেত্রে লোকাল নেতা পুলিশ সব থেকে বেশি দায়ী। প্রথমে বসাচ্ছেন,  তারপর বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি এটা মানি না। প্রথম থেকেই কড়া হাতে শাসন করতে হবে। যে কাউন্সিলরের এলাকায় চলবে তিনি গ্রেফতার হবেন।” রাজ্যের হকার ইস্যু সহ শহরের যত্রতত্র আবর্জনার স্তূপ – নবান্নের বৈঠকে রনংদেহী মেজাজে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রীর মেজাজ দেখে কুইক অ্যাকশন নেয় পুলিশ থেকে পুরসভা – সকলেই। শহর জুড়ে শুরু হয় হকার উচ্ছেদ সহ সাফাই অভিযান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *