Bangla24x7 Desk : খ্রিস্টান হলেও হিন্দুধর্ম খুবই পছন্দ করেন-এমনই মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি কে এম জোসেফ। তাঁর মতে, হিন্দু ধর্ম অত্যন্ত মহান, তাকে খাটো করে দেখানো উচিত নয়। প্রসঙ্গত , সোমবারেই বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায়ের জনস্বার্থ মামলা খারিজ করে বিচারপতি জোসেফের বেঞ্চ। শহরের নামবদলের জন্য কমিশন গঠনের আবেদন খারিজ করে সুপ্রিম কোর্টের তরফে বলা হয় , এমন অতীত খুঁড়ে বের করা উচিত নয় যার জন্য দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়। বিজেপি নেতার দায়ের করা মামলার শুনানিতে সোমবার শীর্ষ আদালতের মন্তব্য, ‘‘অতীতকে খুঁড়বেন না। এমন কাজ করবেন না যা বৈষম্য তৈরি করবে। দেশকে উত্তপ্ত করবেন না।’’
দেশের একাধিক শহর এবং ঐতিহাসিক স্থানের নামকরণ করা হয়েছে ‘আক্রমণকারী’দের নামে। তাই ওই জায়গাগুলির নাম পরিবর্তন করা হোক। শহর এবং ঐতিহাসিক স্থানের ‘আসল নাম’ খুঁজে বার করা হোক। কারণ ভারত ইতিহাসের দাস হয়ে থাকতে পারে না। এমন দাবি করেছিলেন বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায়। এ জন্য একটি ‘নামবদলের কমিশন’ (রিনেমিং কমিশন) গঠনের আবেদন জানিয়ে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন ওই বিজেপি নেতা। এই মামলার উদ্দেশ্য নিয়েই সোমবার প্রশ্ন তোলে বিচারপতি কেএম জোসেফ এবং বিভি নাগারত্নের বেঞ্চ।
প্রসঙ্গত, বিজেপি নেতার আবেদন খারিজ করে বিচারপতি জোসেফ বলেন, “রাস্তার নাম বদলের সঙ্গে ধর্ম পালনের কোনও সম্পর্ক নেই। ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। তাই অযথা এমন অতীত খুঁড়ে বের করবেন না, যাতে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়। দেশে আগুন জ্বালাতে পারি না আমরা।” সেই সঙ্গে মনে করিয়ে দেন, মুঘল সম্রাট আকবরও ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে নানা উদ্যোগ নিয়েছিলেন। তাই দেশের ইতিহাসের নির্দিষ্ট একটি অধ্যায়কে মুছে ফেলা যায় না।