Ganges Municipality : গঙ্গাসাগরে করোনা ! কোভিড উদ্বেগে হাঁচি-কাশি দেখলেই করোনা টেস্ট করবে পুরসভা

Bangla24x7 Desk : Ganges Municipality : ফি-বছর হাজার খানেক সাধু আসেন কলকাতার বাবুঘাট, প্রিন্সেপ ঘাট চত্বরে। এদিকে ধীরগতিতে চোখ রাঙাতে শুরু করেছে করোনার সংক্রমণ। এ বার কুম্ভমেলা না থাকায় গঙ্গার ঘাটে পুণ্যস্নানে ভিড় বাড়বে বলেই মনে করছে প্রশাসন। কলকাতায় সাগরমেলায় তাই মাস্ক, স্যানিটাইজার ছাড়াও করোনা পরীক্ষা কেন্দ্র খোলা হবে। মেয়র ফিরহাদ হাকিমের কথায়, ‘‘থার্মাল গানে দেখা হবে দেহের উত্তাপ। যাদের শরীরে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে, দেখা যাবে জ্বর-সর্দি কাশির মতো উপসর্গ তাদের মেডিক‌্যাল ক‌্যাম্পে এনে কোভিড টেস্ট করা হবে।’’ গঙ্গাসাগর মেলা শুরু ৮ জানুয়ারি।

মেলার আয়োজনে কোনরকম খামতি রাখতে নারাজ দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রশাসন। মেলা নিয়ে বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলা ২০২৪ এর প্রস্তুতি খতিয়ে দেখতে জানুয়ারি মাসের ৩ তারিখে গঙ্গাসাগরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সফরের আগেই এবার সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা সহ সরকারি আধিকারিকদের নিয়ে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখলেন শনিবার দক্ষিণ ২৪ পরগণার জেলাশাসক সুমিত গুপ্তা। চলছে যুদ্ধকালীন তৎপরতায় মেলার প্রস্তুতির কাজ।

এদিন মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে পৌর প্রশাসনের একটি বৈঠক হয় কলকাতা পৌরনিগমের কনফারেন্স রুমে। বৈঠকে হাজির ছিলেন মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার, পৌর কমিশনার বিনোদ কুমার, সচিব হরিহর প্রসাদ মণ্ডল, বিভাগীয় ডি জি সহ কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। বৈঠকে বাবুঘাটে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি এবং ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয় বৈঠকে। গঙ্গাসাগর নিয়ে এখন থেকেই তৎপর কলকাতা পুরনিগম, কাজও শুরু হয়ে গিয়েছে বলে বৈঠকের পর জানালেন মেয়র ফিরহাদ হাকিম।

Lok Sabha Election BJPS : লোকসভা নির্বাচন : ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে বিজেপির বাজি ‘বেফাঁস’ দিলীপ!

Gita In Digha : গীতার পালটা গীতা ! জগন্নাথ মন্দিরের সূচনায় দীঘায় ১০ হাজার কণ্ঠে গীতাপাঠ , আসরে তৃণমূল

Airport In Ayodhya : অযোধ্যায় অত্যাধুনিক বিমানবন্দর , চোখধাঁধানো রেলষ্টেশন – সর্বত্র রামলালার ছোঁয়া

Ganges Municipality : গঙ্গাসাগরে করোনা ! কোভিড উদ্বেগে হাঁচি-কাশি দেখলেই করোনা টেস্ট করবে পুরসভা

অনান্য খবর : – জঙ্গল পেরিয়ে ১০ কিমি দূরে লোকালয়ে বাঘ , আতঙ্কে কাঁটা এলাকাবাসী

নদী পেরিয়ে জঙ্গল , জঙ্গল পেরিয়ে ১০ কিমি দূরে লোকালয়ে বাঘ , আতঙ্কে কাঁটা এলাকাবাসী। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সন্দেশখালির মণিপুর পঞ্চায়েত এলাকায়। দক্ষিণ রায়ের হানায় জখম হয়েছেন ১ জন। রায়মঙ্গল নদীর পাশে পূর্ণবয়স্ক বাঘকে ঘোরাফেরা করতে দেখেন এলাকার বাসিন্দারা। নিজেরদের উদ্যোগেই বাঘটিকে তাড়াতে যান এলাকার বাসিন্দারা। সেই সময় পালটা বাঘের হানায় জখম হন একজন। তারপর বাঘটি নদী সংলগ্ন একটি ঝোপের মধ্যে ঢুকে পড়ে। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঝিলার জঙ্গলে থাকলেও সাঁতরে প্রায় ১০ কিলোমিটার দূরে সন্দেশখালিতে পৌঁছেছে। অনুমান , রায়মঙ্গল নদীর জোয়ারে ভেসে ওই এলাকায় পৌঁছে গিয়েছে দক্ষিণ রায়। মণিপুর এলাকায় বাঘের পায়ের ছাপ দেখে অনুমান বনদপ্তরের আধিকারিকদের অনুমান সম্ভবত আরও দু-একদিন আগে ওই গ্রামে ঢুকেছে বাঘটি। এই ঘটনায় বনদপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।